সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2025) রেকর্ডের ছড়াছড়ি। আজ কেউ রেকর্ড গড়ে তো পরের দিন সেই রেকর্ড ভাঙে! কিন্তু সোমবার জয়পুরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক অবিশ্বাস্য রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ৩৫ বলের সেঞ্চুরি হাঁকাল এই ১৪ বছরের ক্রিকেটার। যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। সামনে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল। আর ঝোড়ো ইনিংসে গুজরাটকে হারিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল বৈভবের। তার খেলে দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন খোদ রাহুল দ্রাবিড়।
প্রথম ইনিংসে ব্যাটে ঝড় তুলেছিলেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। ৫০ বলে ৮৪ রান করে সেঞ্চুরি মাঠে ফেলে আউট হন তিনি। এরপর জস বাটলারের ২৪ বলে হাফ সেঞ্চুরি গুজরাটকে পৌঁছে দেয় ২০৯-এ। খেলতে নেমে প্রথম থেকেই ঝড় তোলে বৈভব। আগের দিন যে হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এসে কেঁদেছিল ১৪ বছরের ক্রিকেটারটি। এদিন অনায়াসেই সেই বাধা টপকে যায় সে। মাত্র ৩৫বলে ছুঁয়ে ফেলে বহু কাঙ্ক্ষিত শতরান। আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নামের পাশে। ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এদিন তাঁর পরেই খোদাই হয়ে গেল বৈভবের নাম। যখন ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলারদের নিয়ে ছিনিমিনি খেলছে বৈভব ক্রিজের অপর প্রান্তে থাকা আরেক তারকা যশস্বী যোগ্য সঙ্গত করে গেলেন। ৪০ বলে করলেন ৭০ রান। ৩৮ বলে ১০১ করে যখন প্যাভিলিয়নে ফিরছেন বৈভব ততক্ষণে ম্যাচে পকেটে পুড়ে ফেলেছে রাজস্থান। পরে নেমে ১৫ বলে ৩২ রান করে দলকে জেতান রিয়ান পরাগ।
এদিনের ‘ছোটা প্যাকেট বড়া ধামাকা’র পর শুভেচ্ছার জোয়ারে ভাসেন বৈভব। তার খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দ্রাবিড়। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছে জানিয়েছেন প্রাক্তন ‘হার্ড হিটার’ ইউসুফ পাঠান, মহম্মদ সামি, যুবরাজ সিংরা। যুবি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘১৪ বছর বয়সে তুমি কী করছ! পলক না ফেলে দুনিয়ার সেরা বোলার নিয়ে ছেলেখেলা করলে। বৈভব সূর্যবংশী-নামটা মনে রেখো। ভবিষ্যত প্রজন্মকে নিয়ে আমি গর্বিত।’
What were you doing at 14?!! This kid is taking on the best bowlers in the world without blinking an eyelid! Vaibhav Suryavanshi — remember the name! Playing with a fearless attitude 🔥 Proud to see the next generation shine!
— Yuvraj Singh (@YUVSTRONG12)
রাজস্থান রয়্যালসের হয়ে খেলে যাওয়া প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান লেখেন, ‘প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম শতরানের রেকর্ড ছিল আমার। তাও রাজস্থান রয়্যালসের জার্সিতে। তোমাকে সেই রেকর্ড ভাঙতে দেখে আমি মুগ্ধ। অনেক দূর যেতে হবে।’
Many congratulations to young for breaking my record of the fastest hundred by an Indian! Even more special to see it happen while playing for , just like I did. There’s truly something magical about this franchise for youngsters. Long…
— Yusuf Pathan (@iamyusufpathan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.