সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার কোচ হয়ে আসা ইস্তক দলের পারফরম্যান্সে কড়া নজর অনিল কুম্বলের। গত বছর চূড়ান্ত সাফল্য পাওয়া ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও স্বীকার করেছিলেন, শুধু বোলার হিসেবেই নয়, তাঁর মধ্যে থেকে ব্যাটসম্যান অশ্বিনকে বের করে আনার কৃতিত্ব ছিল কুম্বলেরই। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অজি স্পিনে কুপোকাত হয়েছে ভারতীয় ব্যাটিং অর্ডার। আর কোচ যেখানে স্বয়ং স্পিনার, তিনি মুখ বুজে তা আর কীভাবে সহ্য করেন! তাই দলের সঙ্গে নেটে হাত ঘোরাতে নেমে পড়লেন তিনিও। তবে এখানেও রয়েছে টুইস্ট। রাঁচির নেটে ধরা দিলেন এক্কেবারে অচেনা কুম্বলে। বাঁ-হাতে বল করতে দেখা গেল তাঁকে।
পুণেতে হারের পর বেঙ্গালুরুতে চার টেস্টের সিরিজে সমতায় ফিরেছে বিরাটবাহিনী। তবে সামনে আরও কঠিন দু’টো লড়াই। আর নাথান লিয়ন, স্টিভ ওকিফদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চান না কুম্বলে। সেই কারণেই নিজে বল করে বিরাটদের ওকিফকে সামলানোর প্র্যাকটিস করালেন কোচ। কুম্বলের বোলিংয়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই।
Ever seen bowl left-arm spin? Answers to the “why” on soon
— BCCI (@BCCI)
এদিকে, রাঁচির বাইশ গজে নামার আগে একটা বিষয় খানিকটা স্বস্তি দিচ্ছে বিরাটদের। ডান পায়ের পাতায় চোটের কারণে বাকি দু’টি টেস্ট থেকে ছিটকে গেলেন মিচেল স্টার্ক। বেঙ্গালুরু টেস্টে চোট পেয়েছিলেন তিনি। তাই সিরিজের মাঝেই দেশে ফিরে যাচ্ছেন অজি পেসার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.