সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে চলছে ভারতের সোনার দৌড়। হ্যাংঝৌয়ে সেই পরম্পরা অব্যাহত ব্যাডমিন্টনেও। ব্যাডমিন্টনের কোর্ট থেকে এবার সোনা জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের সাত্ত্বিক-চিরাগ। এশিয়াড ব্যাডমিন্টন থেকে প্রথমবার সোনা এল ভারতের ঝুলিতে।
ফাইনালে ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি হারালেন দক্ষিণ কোরিয়ার চোই সোলজিউ এবং কিম ওনহোকে। প্রথম গেম সাত্ত্বিক-চিরাগ জিতে নেন ২১-১৮-য়।
কিন্তু একসময়ে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। ১৫-১৮ থেকে ভারতীয় জুটি প্রথম গেম জিতে নেয়। দ্বিতীয় গেমে অবশ্য ভারতের প্রাধান্য ছিল। কোনও সময়তেই পিছিয়ে পড়েনি ভারত। প্রাধান্য বজায় রেখেই দ্বিতীয় গেম ভারত জেতে ২১-১৬-য়।
সাত্ত্বিক-চিরাগ জুটি যখন কোর্টে নামেন, তখন অন্যত্র চলছে ভারত-ইরানের কবাডি ম্যাচ। ব্যাডমিন্টন ফাইনাল হয়তো শেষ হতো কবাডির পরে। কিন্তু রক্তের গতি বাড়িয়ে দেওয়া কবাডি ম্যাচ ঝামেলার জন্য স্থগিত হয়ে যায় বেশ কিছুক্ষণ। অন্যদিকে সাত্ত্বিক-চিরাগ জুটি ঝড়ের বেগে জিতে নেন ব্যাডমিন্টন সোনা।
সাত্ত্বিক-চিরাগ জুটি সোনা জেতায় ভারতের পদক সংখ্যা ১০০ থেকে বেড়ে হল ১০১। বাড়ল সোনার সংখ্যাও। ২৬টি সোনা এখন ভারতের ঝুলিতে। দিন যত গড়াবে, পদকের সংখ্যাও বাড়বে ভারতের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.