সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপর গনগনে রোদ। মাঠে দর্শকাসন সব ভর্তি। তিল ধারণের জায়গা নেই। বেশ চলছে ক্রিকেট ম্যাচ। এরই মধ্যে অতর্কিতে চলল হানা। আতঙ্কে মাঠের মধ্যেই শুয়ে পড়লেন দুই ব্যাটসম্যান-সহ ১৩ জন ক্রিকেটার। বাদ গেলেন না দুই আম্পায়ারও। কীসের হানায় আচমকা মাটি ধরিয়ে দিল গোটা স্টেডিয়ামকে?
না, কোনও জঙ্গি হানা নয়। বিস্ফোরণও নয়। এই হানা মৌমাছির। পিলপিল করে মাঠে ঢুকছে মৌমাছির দল। আর প্রাণ বাঁচাতে মাঠে মিনিট বিশেক শুয়ে থাকলেন দুই দলের ক্রিকেটাররা। এমন দৃশ্যই দেখা গেল শনিবার। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার তৃতীয় একদিনের ম্যাচ চলছিল। প্রথমে ব্যাট করছিল দ্বীপরাষ্ট্র। কিন্তু ২৫ তম ওভারে আচমকাই মাঠের মধ্যে হানা দেয় মৌমাছিরা।
বাধ্য হয়েই মাটিতে শুয়ে মাথা, কান ঢেকে ফেলেন দুই দলের ক্রিকেটাররা। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। দু’জন গ্রাউন্ড স্টাফ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়েও মৌমাছি তাড়াতে ব্যর্থ হন। মৌমাছির হানা কিছুক্ষণ স্তব্ধ হলে মাঠ ছাড়েন ক্রিকেটাররা। প্রায় এক ঘণ্টা পর বন্ধ হয় মৌমাছির উৎপাত। তারপর শুরু হয় খেলা।
দেখুন সেই ভয়াবহ ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.