সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাত্রি থেকে স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছে গোটা দেশ। চলছে শুভেচ্ছা বিনিময়। ৭১ তম স্বাধীনতা দিবসের সকাল থেকেই স্যোশাল সাইটে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন সেলিব্রিটিরা। কে নেই সেই তালিকায়? অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান। তবে শুধু অভিনেতা অভিনেত্রীরাই নন, ক্রীড়া জগতের তারকারাও সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। তবে সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারতকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রতিবেশী দেশের উদ্দেশে তিনি লিখেছেন, ‘শান্তি, সহিষ্ণুতা ও প্রেমের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধভাবে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে।’
Happy Independence Day India! No way to change neighbours, let’s work towards peace, tolerance and love. Let humanity prevail.# HopeNotOut
— Shahid Afridi (@SAfridiOfficial)
ভারতীয় ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীদের। ভারতীয় সেনার উদ্দেশে একটি গান গেয়ে সেই ভিডিও আপলোড করেন ভাজ্জি। টুইটারে শুভেচ্ছা জানান বীরেন্দ্র শেহবাগ ও দীপা কর্মকার।
Happy Independence Day!
— Harbhajan Turbanator (@harbhajan_singh)
Remembering our freedom fighters,soldiers &everyone who made this possible.May we have freedom from poverty & hatred.
— Virender Sehwag (@virendersehwag)
Happy Independence Day to each and everyone! 🇮🇳
— Dipa Karmakar (@DipaKarmakar)
অন্যদিকে জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে নিজের একটি ছবি পোস্ট করেন বিগ বি। টুইটে শুভেচ্ছা জানান শাহরুখ খান। আমেরিকা থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া।
T 2516 -जय हिंद ! स्वतंत्रता दिवस !
— Amitabh Bachchan (@SrBachchan)
Happy Independence Day to all of us.
— Shah Rukh Khan (@iamsrk)
জওয়ানদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন বরুণ ধাওয়ান। যেখানে বরুণের সঙ্গে গলা মেলাচ্ছেন জওয়ানরা। অন্যদিকে জওয়ানদের একটি ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানান অক্ষয় কুমার।
Happy Independence Day 🇮🇳🙏. Today we can enjoy this day only because of our jawaans who sacrifice their lives for us.
— Varun Dhawan (@Varun_dvn)
স্বাধীনতার প্রাক্কালে মেলবোর্নে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে এই বছর জাতীয় পতাকা উত্তোলন করলেন ঐশ্বর্য রাই বচ্চন।
First Indian Mom Gorgeous hoisted Flag
— MommieSaysSo (@Mommie_Says_So)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.