সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেতেশ্বর পূজারা টেস্ট দলে ঢুকেছিলেন রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবেই। তাঁর খেলার ধরন, শৈলী আর মানসিকতা, সবকিছুই অবিকল ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর মতো। টেস্ট ক্রিকেটের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের মধ্যে এমন হাজারো মিল রয়েছে। শুধু তাই নয়, অ্যাডিলেড টেস্ট প্রমাণ করে দিল আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক যে গতিতে এগিয়েছেন দ্রাবিড়, সেই গতিতেই এগোচ্ছেন পূজারাও।
Pujara and Dravid have got to milestones of 3000 runs, 4000 runs and 5000 Test runs in identical number of innings.
Advertisement3000 runs in 67 innings
4000 runs in 84 innings
5000 runs in 108 innings— ESPNcricinfo stats (@ESPNcric_stats)
একটু খোলসা করে বলা যাক। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে ভারতকে ভরাডুবির হাত থেকে রক্ষা করেছেন পূজারা। সেই সঙ্গে নিজের কেরিয়ারের ৫ হাজার রানও পূর্ণ করেছেন তিনি। ভারতীয় টেস্ট দলের বর্তমান নম্বর তিন পাঁচ হাজার রানের গণ্ডি পেরলেন ১০৮টি ইনিংস খেলে। কাকতালীয়ভাবে পাঁচ হাজার রান পূরণ করতে রাহুল দ্রাবিড়েরও ১০৮ ইনিংসই লেগেছিল। শুধু পাঁচ হাজার নয়, এর আগে ৪ হাজার এবং ৩ হাজার রানের গণ্ডিও একই সংখ্যাক ইনিংস খেলে পেরিয়েছেন দুই ব্যাটসম্যান। ৩ হাজার রান করতে দ্রাবিড় এবং পূজারা দু’জনেই সময় নিয়েছিলেন ৬৭ ইনিংস। ৪ হাজার রান করতে দুই ব্যাটসম্যনেরই সময় নিয়েছিলেন ৮৪ ইনিংস। এহেন কাকতালীয় মিল অবাক করছে সমর্থকদের। পূজারা মধ্যে দ্রাবিড়ের ছায়া দেখছেন অনেকেই।
দ্রাবিড়ের অবসরের পর তাঁর শূন্যস্থান পূরণে তাই পূজারাকেই বেছে নিয়েছিলেন নির্বাচকরা। তারপর থেকেই ভারতীয় টেস্ট দলের ৩ নম্বর ব্যাটসম্যনের জায়গাটা দখল করে নিয়েছেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় প্রথম সারিতে উচ্চারিত হয় পূজারার নাম। কিংবদন্তি দ্রাবিড়ের মতোই ধীর এবং স্থির মস্তিষ্কে বহু ম্যাচে ভারতকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে তুলনা হত ‘দ্য ওয়াল’-এর। এবার এই কাকতালীয় মিল খুঁজে পাওয়ার পর সমর্থকদের অনেকেই নিশ্চিত, দ্রাবিড়ের মতোই দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের সেবা করবেন পূজারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.