সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকমাস পরেই ভারতের মাটিতে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারী ২০টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হবে। ২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইটালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রও খেলবে এবারের বিশ্বকাপে।
গতবারের মতো ফরম্যাটে খেলা হবে এবারের বিশ্বকাপও। ২০টি দলকে ভাগ করা হবে চার গ্রুপে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইট পর্বে। সুপার এইটে যোগ্যতা অর্জনকারী চার দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। সেই দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে।
গতবারের চ্যাম্পিয়ন হিসাবে এবার ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে ভারত। ২০২৪ সালে মার্কিন মুলুকে হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায় মেন ইন ব্লু। ট্রফি জেতার পরই টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। একই পথে হাঁটেন রবীন্দ্র জাদেজাও। আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা।
গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে সেরা সাত দল হিসাবে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকে জায়গা করে নিয়েছে টি-২০ বিশ্বকাপে। তাদের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইটালি।
টি-২০ বিশ্বকাপে চূড়ান্ত ২০ দল
ভারত
শ্রীলঙ্কা
আফগানিস্তান
অস্ট্রেলিয়া
বাংলাদেশ
ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজ
মার্কিন যুক্তরাষ্ট্র
পাকিস্তান
নিউজিল্যান্ড
আয়ারল্যান্ড
কানাডা
নেদারল্যান্ডস
ইটালি
নামিবিয়া
জিম্বাবোয়ে
ওমান
নেপাল
সংযুক্ত আরব আমিরশাহি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.