ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরের অপেক্ষার অবসান। ২০০৭ সালের পর ফের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। শনিবার সেই জয়ের পরে আবেগে ভাসলেন প্রথমবারের বিশ্বজয়ীরা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে গৌতম গম্ভীর- সকলেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রোহিত ব্রিগেডকে। উল্লেখ্য, সেবারের চ্যাম্পিয়ন ব্রিগেডের তরুণ সদস্য রোহিত শর্মাই শনিবার টি-২০র নতুন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক হিসাবে ট্রফি হাতে নেন।
এমনিতে সোশাল মিডিয়ায় বিশেষ সক্রিয় থাকেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু শনিবার ভারত চ্যাম্পিয়ন হতেই সোশাল মিডিয়ায় মাহি লিখেছেন, “বিশ্বকাপ (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। নিজেদের প্রতি বিশ্বাস রেখেই তোমরা জিতলে।” জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে থাকা গৌতম গম্ভীরও (Gautam Gambhir) শুভেচ্ছা জানান ভারতীয় দলকে।
View this post on Instagram
সদ্য সাংসদ হওয়া ইউসুফ পাঠান এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান চ্যাম্পিয়নদের। এছাড়াও বিশেষভাবে কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেও সোশাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। যুবরাজ সিং, হরভজন সিং, রবিন উথাপ্পা, আরপি সিং, ইরফান পাঠান- বিশ্বজয়ী দলের প্রত্যেক সদস্যই এদিন শুভেচ্ছা জানিয়েছেন ভারতকে। ফ্যানদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ইরফান। তবে ২০০৭ সালের সেই ঐতিহাসিক জয়ে শেষ ওভারে বল করা যোগীন্দর শর্মার তরফে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি।
One last but most important thing. To each and every Indian cricket fan. You deserve this happiness. CONGRATULATIONS!
— Irfan Pathan (@IrfanPathan)
You did it boys 🇮🇳 ! your a hero ! what an over to bring India back in the game ! Extremely ecstatic for great captaincy under pressure ! Dravid and the whole team 👊🏻👊🏻👊🏻👊🏻 🏆 well played…
— Yuvraj Singh (@YUVSTRONG12)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.