সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনের মধ্যে ফের বোমাতঙ্ক ছড়াল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে। সোমবার সকালে স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ইমেল আসে। সেখানে লেখা হয়, স্টেডিয়ামটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে।
কর্তৃপক্ষের তরফে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়েই পুলিশের ক্যুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড পৌঁছে স্টেডিয়ামজুড়ে তল্লাশি শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার ললিত শর্মা বলেন, “স্টেডিয়াম কর্তৃপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে মেলটি পাঠানো হয়েছে। স্টেডিয়ামটি খালি করা হয়েছে। ডগ স্কয়াড ও বম্ব স্কয়াড তল্লাশি চালাচ্ছে।”
| Rajasthan | A bomb threat mail was received at Sawai Mansingh Stadium in Jaipur today
Additional SP Lalit Sharma says, “The mail was sent to the official email ID of the Sports Council. Acting on this, the stadium was vacated. The Bomb Disposal Squad, with the help of…
— ANI (@ANI)
পুলিশের তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তল্লাশি করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত স্টেডিয়ামের ভেতরে বা আশপাশের এলাকায় তেমন কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ইমেলটি কোথা থেকে এসেছে সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। সাইবার টিমকেও সতর্ক করা হয়েছে। বর্তমানে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ৭ মে কলকাতার ইডেন গার্ডেন্সে বোমাতঙ্কের ভুয়ো মেল আসে। পরের দিন অর্থাৎ ৮ মে বোমাতঙ্ক ছড়িয়েছিল সাওয়াই মানসিং স্টেডিয়ামে। হুমকি ইমেলে লেখা হয়েছিল, ‘অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে এই স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পারলে সকলকে বাঁচান।’ যদিও তল্লাশি চালিয়ে সেবার কিছুই পাওয়া যায়নি। এরই মধ্যে দ্বিতীয়বার বোমাতঙ্ক ছড়াল এই স্টেডিয়ামে।
উল্লেখ্য, ভারত-পাক অশান্তির আবহে পিছিয়ে দেওয়া হয়েছে IPL-এর বাকি ম্যাচগুলি। আগামী ১৬ বা ১৭ মে থেকে পুনরায় খেলা শুরু হওয়ার কথা। ফাইনাল ম্যাচ হতে পারে ৩০ এপ্রিল। বাকি ম্যাচগুলির জন্য তিনটি ভেন্যুও ঠিক করা হয়েছে বলে খবর। এরই মধ্যে একের পর এক স্টেডিয়ামে বোমাতঙ্ক ছড়ানোয় IPL শুরু নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.