Advertisement
Advertisement
AB De Villiers

লেজেন্ডস লিগে ৪১ বলে সেঞ্চুরি, ডিভিলিয়ার্সকে আইপিএলে ফেরার ডাক ভক্তদের, জবাবে কী বললেন?

এর আগে ভারতের বিরুদ্ধে ৩০ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন এবি।

41-Year-Old AB De Villiers Scores Century In 41 Balls For South Africa Champions
Published by: Arpan Das
  • Posted:July 25, 2025 5:43 pm
  • Updated:July 25, 2025 5:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেক হল অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হচ্ছে, আরেকটু থেকে গেলেও পারতেন! লেজেন্ডস লিগে এর আগে ভারতকে হারিয়েছেন। এবার তাঁর শিকার ইংল্যান্ড। ৪১ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন প্রোটিয়া তারকা। তারপরই ভক্তদের দাবি, এবি-কে আইপিএলে ফেরানো হোক। জবাবে কী বললেন তিনি?

Advertisement

লেজেন্ডস লিগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ১৫২ রান। জবাবে ডিভিলিয়ার্স একাই একশো। সতীর্থ হাসিম আমলা কার্যত দর্শকের ভূমিকায় রইলেন। তিনি ২৫ বলে ২৯ রান করেন। অন্যদিকে ঝড় তুললেন এবি। মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৫১ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন। মারেন ১৫টি চার ও ৭টি ছক্কা। সাউথ আফ্রিকা ১০ উইকেটে ম্যাচ জিতল তারা।

লেজেন্ডস লিগে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বেন ডাঙ্ক। তবে বয়স্ক প্লেয়ার হিসেবে লেজেন্ডস লিগে সেঞ্চুরির রেকর্ড এখন প্রোটিয়া তারকার নামে। ৪১ বছর ১৫৭ দিনে এই রেকর্ড গড়লেন। এর আগে ভারতের বিরুদ্ধে ৩০ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন এবি।

তাঁর ব্যাটিং দেখে নেটিজেনদের দাবি, অবসর ভেঙে ফিরে আসুক এবি। আইপিএলের মতো টুর্নামেন্টে এখনও ঝড় তুলে দিতে পারেন তিনি। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন ‘মি: ৩৬০’। তাঁর বক্তব্য, “আমি আর আন্তর্জাতিক বা কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলব না। আমি এখন এই ধরনের লিগেই খেলব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ