Advertisement
Advertisement
England Cricket Team

ভারতের বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড শিবিরে ভাঙন, নেপথ্যে ম্যাকালাম?

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

A breakup in the England camp before the match against India, McCullum behind the scenes?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 18, 2025 6:34 pm
  • Updated:May 18, 2025 6:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছাঁটাই করল তথ্য বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড এবং নাথান লিমনকে। সূত্রের খবর, ইংল্যান্ডের হেডকোচ ব্রেন্ডন ম্যাকালামের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। তিনি দলের অন্তর্দৃষ্টির উপর জোর দিতে চান।

Advertisement

ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম জানিয়েছে, “তাদের জাতীয় দল ভবিষ্যতে তথ্যের উপর কম জোর দেবে। এ মাসের শেষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ। সেই সিরিজ থেকে সিনিয়র ডেটা বিশ্লেষক এবং সাদা বল বিশ্লেষক লিমন এবং ওয়াইল্ডকে আর দেখা যাবে না।” উল্লেখ্য, এই সিরিজ থেকেই সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সূচনা। তার আগে জানা গিয়েছে, ম্যাকালাম তথ্য নির্ভরতার উপর খুব একটা বিশ্বাসী নন। তিনি পছন্দ করেন অনুমান ক্ষমতা এবং বুদ্ধির উপর জোর দিয়ে চলতে। সেই কারণেই তাঁর পরামর্শ মেনে কোচিং স্টাফের দু’জনকে বরখাস্ত করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের ওই সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের থেকে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে অনেক বেশি তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়। এই কথাই ইসিবি’কে বোঝাতে সক্ষম হয়েছেন ম্যাকালাম। এখন দেখার, ভারতের বিরুদ্ধে তাঁর দলের অনুমানক্ষমতা কতটা কাজে আসে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ