Advertisement
Advertisement
Pakistan Cricket Team

‘একেবারেই সাদামাটা দল’, পাকিস্তানকে গুরুত্বই দিচ্ছেন না বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার

আর কী বলেছেন তিনি?

'A completely below average side Pakistan', says former World Cup-winning cricketer

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 13, 2025 8:14 pm
  • Updated:September 13, 2025 8:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-পাকিস্তান ‘ক্রিকেট যুদ্ধ’। তার আগে পাক দলকে সমালোচনায় ভরিয়ে দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর মতে, ধারেভারে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। অন্যদিকে, পাকিস্তানকে ‘সাদামাটা দল’ বলে কটাক্ষও করেছেন।

Advertisement

শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “ব্যাটে বলে একেবারে সাদামাটা দল পাকিস্তান। শাহিন আফ্রিদিও মারাত্মক কিছু নয়। ওরা ওমানকে হারিয়েছে, যে দলের গড় বয়স ৩৪-৩৫। দলে জ্যাঠা-কাকারা ভরা। ওমান আঙ্কেলদের বিরুদ্ধে ওরা খুব ভালো বোলিং করেছে। এখন দেখার, ভারতের তরুণদের বিরুদ্ধে ওরা কেমন খেলে।”

তাঁর সংযোজন, “ওমান ম্যাচে মহম্মদ হ্যারিস রান করেছে। তবে ওর হিটিং রেঞ্জ মিড উইকেট এবং স্কোয়ার লেগের মধ্যেই সীমাবদ্ধ। বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ও একটা ছয় মারবে। কিন্তু তার পরের বলেই আউট হবে। ফকর জামানকে আউট করবে কুলদীপ যাদব। ভারতীয় ব্যাটিং লাইন আপও দুর্দান্ত। শুভমন গিল দারুণ ছন্দে রয়েছে। দুই দলের ব্যাটিংয়ের ক্ষেত্রেও কোনও তুলনা চলতে পারে না।”

৬৫ বছর বয়সি পাক কোচ মাইক হেসনের আমলে খুব একটা সাফল্য পায়নি পাকিস্তান। তবুও তিনি একের পর এক সাহসী মন্তব্য করে চলেছেন। তিনি মহম্মদ নওয়াজকে বিশ্বের সেরা স্পিনারও বলেন। এই প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, “ও খালি বড় বড় কথা বলে। কিন্তু যে দলকেই কোচিং করিয়েছেন, তারা তেমন একটা সাফল্য পায়নি। আরসিবি’কে যে সময় কোচিং করিয়েছে, তখন তারা কোনও ট্রফি জেতেনি। তার কোচিংয়ে কীভাবে পাকিস্তান ভালো খেলবে? ও কেবল হাওয়ায় কথা ছুড়ে দিচ্ছে। যেভাবে সাইম আইয়ুব আউট হয়েছে, বোঝাই যাচ্ছে সেটা কেবল হেসনের জন্যই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ