সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে এশিয়া কাপে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় শিবিরে দারুণ খবর। টি-টোয়েন্টিতে বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বরুণ চক্রবর্তী।
বুধবার, আইসিসি’র তরফে টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। জ্যাকব ডাফিকে টপকে শীর্ষস্থান দখল করেছেন বরুণ। তাঁর রেটিং পয়েন্ট ৭৩৩। দ্বিতীয় স্থানে থাকা জ্যাকব ডাফির রেটিং পয়েন্ট ৭১৭। অর্থাৎ, বরুণ চক্রবর্তী এখন ডাফির থেকে ১৬ পয়েন্ট এগিয়ে। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অজি বোলার অ্যাডাম জাম্পা।
চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের আদিল রশিদ এবং নুয়ান থুশারা। তাঁদের রেটিং পয়েন্ট ৬৯৬ এবং ৬৭৭। ক্রমতালিকায় শীর্ষ দশে আরও এক ভারতীয় হিসাবে জায়গা পেয়েছেন রবি বিষ্ণোই। ৬৬১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অষ্টম স্থানে। দু’ধাপ নীচে নেমে গিয়েছেন এই লেগ স্পিনার। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই ‘রহস্য স্পিনার’ টি-টোয়েন্টি দলের অন্যতম ভিত্তি। কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার প্রায় প্রত্যেক সিরিজেই নজরকাড়া পারফরম্যান্স করছেন।
শেষ পাঁচ ম্যাচে বরুণ চক্রবর্তীর উইকেট সংখ্যা ১১। এশিয়া কাপে প্রথম দু’টি ম্যাচে তিনি ২টি উইকেট পেয়েছেন। এশিয়া কাপের আগে জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পেয়েছিলেন ১৪ উইকেট। সব মিলিয়ে ২০ ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং পরিসংখ্যান ১৭ রানে ৫ উইকেট। ধারাবাহিক এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন বরুণ। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রমতালিকায় উঠে এলেন শীর্ষস্থানে।
From mystery to mastery.
Varun Chakravarthy becomes ICC World No.1 T20I bowler for the first time!— CricTracker (@Cricketracker)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.