Advertisement
Advertisement
Pakistan Cricket Team

চুনকাম হওয়ার ম্যাচে মাথায় গুরুতর আঘাত ইমামের, হাসপাতালে ভর্তি পাক ব্যাটার

তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে জেতে নিউজিল্যান্ড।

A throw to the head sends Imam ul Haq hospital as New Zealand whitewash Pakistan Cricket Team
Published by: Arpan Das
  • Posted:April 5, 2025 1:16 pm
  • Updated:April 5, 2025 1:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচেও হারল পাকিস্তান। সেই ম্যাচে মাথায় গুরুতর চোট পেলেন পাক ব্যাটার ইমাম-উল-হক। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউজিল্যান্ড অবশ্য সহজেই ম্যাচ জেতে। ৪৩ রানে ম্যাচ জেতার পাশাপাশি পাকিস্তানকে চুনকামও করল কিউয়িরা।

Advertisement

ভেজা মাঠের জন্য ম্যাচ শুরু করতে এমনিই দেরি হয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৪২ ওভারে তোলে ২৬৪ রান। ৫৮ রান করেন তরুণ ওপেনার রিস মারিউ। অন্যদিকে ৫৯ রান করেন অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। জবাবে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২২১ রানে। বাবরের ৫০ ও রিজওয়ানের ৩৭ রানেও জয়ের কাছাকাছি পৌঁছতে পারেনি পাক বাহিনী।

ওপেন করতে নামা ইমাম-উল-হক ‘রিটায়ার্ড আউট’ হন। রান তাড়ার তৃতীয় ওভারে মাথায় আঘাত লাগে তাঁর। রান নেওয়ার সময় যখন তিনি ছুটছিলেন, তখন শর্ট কভারের ফিল্ডারের থ্রো সোজা তাঁর হেলমেটে এসে লাগে। আর বলটি হেলমেটের ফাঁক গলে সোজা মুখে এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়।

পরে জানানো হয়, মাথায় চোটের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাঁর চোট কতটা গুরুতর সেটা এখনও জানানো হয়নি। তখন ৭ বলে ১ রানে ব্যাট করছিলেন ইমাম। ‘কনকাশন সাব’ হিসেবে তাঁর জায়গায় নামেন উসমান খান। তিনিও ১৭ বলে মাত্র ১২ রানে আউট হন। শেষ পর্যন্ত ৪৩ রানে হারে পাকিস্তান। আগের দুটি ওয়ানডেতেও হেরেছিলেন রিজওয়ানরা। ফলে নিউজিল্যান্ড থেকে চুনকাম হয়েই ফিরতে হবে পাকিস্তানকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ