Advertisement
Advertisement
AB De Villiers

‘অনেক বিষাক্ত মানুষ ছিল’, আইপিএলের পুরনো দল নিয়ে বিস্ফোরক ডি’ভিলিয়ার্স

কাদের কথা বললেন প্রোটিয়া ক্রিকেটার?

AB De Villiers said there were lots Of poisonous characters in Delhi Daredevils
Published by: Arpan Das
  • Posted:June 15, 2025 1:58 pm
  • Updated:June 15, 2025 1:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ বছরের অপেক্ষা শেষ করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। বেঙ্গালুরুতে খেলার আগে তিনি খেলতেন দিল্লি ডেয়ারডেভিলসে। যাদের বর্তমান নাম দিল্লি ক্যাপিটালস। আর সেখানে প্রচুর সমস্যায় পড়তে হয়েছিল ডি’ভিলিয়ার্সকে। প্রোটিয়া ক্রিকেটারের মন্তব্য, এই দলে প্রচুর বিষাক্ত চরিত্র ছিল।

Advertisement

২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ডেয়ারডেভিলসে ছিলেন এবি। সেখানে ২৮টি ম্যাচে ৬৭১ রান করেছিলেন। একটি সেঞ্চুরি ছাড়াও ছিল তিনটি হাফসেঞ্চুরি। সেখানে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছিল, তেমনই তিক্ত অভিজ্ঞতাও কম হয়নি।

কিন্তু কারা তাঁরা? সেই নিয়ে ডি’ভিলিয়ার্স বলেন, “আমি তাঁদের নাম বলতে চাইছি না। কিন্তু তাঁরা আগুন জ্বালিয়ে দিতে পারত। দিল্লি ডেয়ারডেভিলস তার জন্যই বিপাকে পড়েছিল। ওই দলে অনেক বিষাক্ত চরিত্র ছিল। সেখানে তিনবছর খুব সমস্যা হয়েছে। তাছাড়া সেভাবে আমি সমর্থনও পাইনি। প্রচুর কিংবদন্তি ছিল সেখানে। ফলে সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা যেমন আছে, তেমন প্রচুর তিক্ততাও আছে। সেটা আমার স্পষ্ট মনে আছে।”

তবে ভালো অভিজ্ঞতাও কি হয়নি? সেই নিয়ে এবি বলছেন, “আমার জীবন ও কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ওখানে কেটেছে। গ্লেন ম্যাকগ্রা ও ড্যানিয়েল ভেত্তোরিদের সঙ্গে সময় কাটাতে পেরেছি। ওরা আমার হিরো ছিল। মনে আছে, ২০০৬ সালে ম্যাকগ্রার বিরুদ্ধে টেস্ট খেলেছিলাম। ওর বলের সামনে শ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না। আমি কোনও কথাই বলতে পারিনি। তারপর ২০০৮ সালে দিল্লিতে ও আমার পাশে। তখন বলেছিল, ‘তোমার খেলা দেখতে ভালো লাগে’। আমি ভাবলাম, এগুলো সত্যি তো?”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ