ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু দিন ধরে তিনি ভারতীয় দলের সঙ্গে থাকলেও আশ্চর্যজনকভাবে প্রথম টেস্ট খেলার সুযোগ পাননি। এবার সরাসরি ছেঁটে ফেলে হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। প্রশ্ন উঠছে, বাংলার এই প্রতিভাবান ব্যাটারের প্রতি ভারতীয় টিম ম্যানেজমেন্টের এমন আচরণ কেন? মুখ খুলেছেন বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত।
২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে অভিমন্যু প্রথম ভারতীয় দলে ডাক পান। যদিও নিয়মিত দলে থাকা সত্ত্বেও জাতীয় দলে কখনও অভিষেক হয়নি তাঁর। কেন দেশের হয়ে কোনও ম্যাচে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়া হল তাঁকে? শ্রীকান্তের মতে, অভিমন্যুর বাবার কড়া মন্তব্যের জন্যই দল থেকে বাদ দেওয়া হয়েছে এই ক্রিকেটারকে।
শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “অভিমন্যুর জন্য খারাপ লাগছে। ওর বাবা ইংল্যান্ড সিরিজের পরে কিছু কড়া মন্তব্য করেছিলেন। সম্ভবত সেই কারণেই নির্বাচকরা ওকে বাদ দিয়েছে। ওর বাদ পড়া নিয়ে আগরকর বলেছিল, ঘরের মাঠে বাড়তি ওপেনার দরকার নেই। আমার মনে হয় ওর ব্যাখ্যা ঠিকই।”
ইংল্যান্ড সিরিজের পর অভিমন্যুর বাবা রঙ্গনাথন ঈশ্বরণ বলেছিলেন, “আমি এখন দিন গুনি না, বছর গুনি। তিন বছর হয়ে গেলেও দলে জায়গা পেল না ও। একজন ব্যাটারের কাজ রান করা। ও তো সেটাই করেছে। আর কত প্রমাণ দিতে হবে আমার ছেলেকে?” প্রসঙ্গত, সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে খেলেছিলেন। সেখানে তিনি ৫৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন। গত ঘরোয়া মরশুমে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। দলীপ, ইরানি এবং রনজি ট্রফিতে দারুণ ছন্দে পাওয়া গিয়েছিল তাঁকে। মরশুমে তাঁর স্কোর ছিল ১২৭*, ১৯১, ১১৬, ১৯, ১৫৭*, ১৩, ৪, ২০০*, ৭২, ৬৫। অথচ সেরা সময়েও প্রথমে তাঁকে দলে রেখেও সুযোগ দেওয়া হল না। আর এবার তাঁকে সরাসরি ছাঁটাইয়ের পথে হাঁটল টিম ম্যানেজমেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.