সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সেই ধোঁয়াশা কাটল বুধবার। অক্টোবরের ১৫ তারিখ উত্তরাখণ্ডের বিরুদ্ধে চলতি মরশুমে রনজি অভিযান শুরু করবে বাংলা। সেই ম্যাচের জন্য মহম্মদ শামিকে রেখেই দল ঘোষণা করেছে বাংলা। রনজিতে বাংলার নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরণ। গত মরশুমে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। তাঁর হাত থেকে নেতৃত্বের ব্যাটন গিয়েছে অভিমন্যুর হাতে। সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে অভিষেক পোড়েলের নাম।
শনিবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় সফরের দল ঘোষণা হয়েছিল। সেখানে শামিকে রাখা হয়নি। যার অর্থ, শামির প্রথম ম্যাচে খেলা নিয়ে অসুবিধে হওয়ার কথা ছিল না। কিন্তু বঙ্গ পেসার নিজে খেলতে চাইছেন কি না, সেটা পরিষ্কার ছিল না এতদিন। শোনা গিয়েছিল, টিম ম্যানেজমেন্টকে তিনি বলেছিলেন, তাঁর নাম স্কোয়াডে রাখতে। কিন্তু খেলবেন কি না, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও বুধবার দল ঘোষণার পর আর শামির খেলা নিয়ে কোনও জল্পনা রইল না।
শামি ছাড়াও দলে রয়েছেন আকাশ দীপও। এই পেসার যুগলের বাংলা দলের বাড়তি শক্তি বলেই মনে করছে ক্রিকেট মহল। তবে, মুকেশ কুমারকে এখনই পাওয়া যাবে না। তাছাড়া ব্যাটিংয়ে ভরসা জোগাতে অভিমন্যু সঙ্গে তৈরি অনুষ্টুপ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামির মতো ক্রিকেটাররা। বাংলার হেডকোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লা। অন্য কোচ হিসাবে থাকছেন অরূপ ভট্টাচার্য, শিবশংকর পাল। ফিল্ডিং কোচ চরণজিৎ সিং মাথারু। উল্লেখ্য, ২৫ অক্টোবর থেকে দ্বিতীয় রনজি ম্যাচে বাংলার প্রতিপক্ষ গুজরাট।
বাংলা স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহ অধিনায়ক ও উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহন্ত, বিকাশ সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.