ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দলে জায়গাই হল না অভিমন্যু ঈশ্বরণের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে মাঠে না নামলেও স্কোয়াডে ছিলেন বাংলার তারকা। কিন্তু এবার সোজা ছেঁটে ফেলা হল তাঁকে! প্রশ্ন উঠছে, প্রতিভাবান ব্যাটারের প্রতি কেন টিম ম্যানেজমেন্টের এহেন আচরণ?
৯৬১ দিন আগে প্রথমবার ভারতের টেস্ট দলে ডাক পেয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে টেস্ট খেলা হয়নি তাঁর। মূলত ব্যাকআপ ওপেনার হিসাবেই স্কোয়াডে রাখা হয় অভিমন্যুকে। কিন্তু ব্যাকআপ থেকে প্রথম দলে খেলার দূরত্বটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অভিমন্যু স্কোয়াডে ঢোকার পর ১৫ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটে। কিন্তু ২০২২ থেকে অপেক্ষা করেও শিকে ছেঁড়েনি ২৯ বছর বয়সি অভিমন্যুর কপালে। ৩০টি টেস্টের স্কোয়াডে থেকেছেন তিনি। কিন্তু ওপেনাররা ব্যর্থ হলেও ঈশ্বরণের কথা ভেবে দেখা হয়নি।
পরপর ৩০টি টেস্টে কেন বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে অভিমন্যুকে? এই প্রশ্নে উত্তাল হয়েছে বঙ্গ ক্রিকেটমহল। অনেকের দাবি ছিল, জাতীয় দলে ডেকে নিয়ে বেঞ্চে বসিয়ে রাখার থেকে অভিমন্যুকে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য ছেড়ে দেওয়া হোক। ভারতীয় টিম ম্যানেজমেন্টও সম্ভবত সেকথাই ভেবেছে। দিনকয়েক আগেই ইরানি ট্রফি দলে রাখা হয়েছে অভিমন্যুকে, ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। কারণ একদিনের ব্যবধানে শুরু হচ্ছে দু’টি ম্যাচ। কিন্তু প্রশ্ন উঠছে, জাতীয় দলে অন্তত একটা সুযোগ কি অভিমন্যুর প্রাপ্য ছিল না?
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সরফরাজ খান। ইংল্যান্ড সিরিজেও জায়গা পাননি তিনি। তবে দল ঘোষণার সময়ে আগরকর জানিয়েছেন, চোটের সমস্যা রয়েছে সরফরাজের। আপাতত তাঁর রিহ্যাব চলছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সরফরাজের। কিন্তু তা সত্ত্বেও দলে জায়গা পেলেন না তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.