সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে এবার সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে ঝাঁজালো ভাষায় তিনি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও ক্ষেত্রেই ভারতের সম্পর্ক রাখা উচিত নয়। কারণ ভারতের শহিদদের রক্ত মুছে দেওয়ার ক্ষমতা কোনও ক্রিকেট পিচের নেই। ব্যাট-বলের কারণে তেরঙ্গা ওড়ে না, ভারতের জাতীয় পতাকা ওড়ে সেনার অদম্য সাহসের জন্য। যদিও রবিবারই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখাই শ্রেয়। তাই এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ায় তাঁর আপত্তি নেই।
শনিবার কার্গিল বিজয় দিবসেই এশিয়া কাপের সূচি ঘোষিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ। কিন্তু সূচি প্রকাশ্যে আসতেই তোপ দেগেছেন মহম্মদ আজহারউদ্দিন থেকে রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। একাধিক বিরোধী সাংসদও বিসিসিআইকে তোপ দেগেছেন। এবার ভারত পাক দ্বৈরথ নিয়ে সুর চড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পাকিস্তানের সঙ্গে কোনও ক্ষেত্রেই ভারতের সম্পর্ক রাখা উচিত নয়। একমাত্র যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে দেখা হবে। একমাত্র পাক অধিকৃত কাশ্মীর জয়ের লক্ষ্যেই ভারত যুদ্ধে নামবে।’
অভিষেক আরও বলেন, দিনের পর দিন ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে পাকিস্তান। কিন্তু রাজনীতিকে খেলার থেকে পৃথক রাখার যুক্তি দেখিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা হয়েছে। এবার তা বন্ধ হওয়া দরকার। তৃণমূল সাংসদের কথায়, ‘ক্রিকেট এবং ক্রিকেটারদের আমি সম্মান করি। কিন্তু মাঠে যখন খেলা হয় তখন আমাদের সেনার রক্ত ঝরে। যে দেশ আমাদের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোঁড়ে, তাদের সঙ্গে করমর্দন করাটা মোটেই কূটনীতি নয়, সেটা আসলে বিশ্বাসঘাতকতা। বিনোদন নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বিচার। তার থেকে কম কোনও কিছুর অর্থ হল শহিদদের অপমান।’
INDIA MUST NOT ENGAGE WITH PAKISTAN in any sphere. The only engagement we should have with Pakistan is on the BATTLEFIELD and the only prize worth WINNING is Pakistan-occupied Jammu and Kashmir (PoJK).
For decades Pakistan has exported terror, bled our nation by causing…
— Abhishek Banerjee (@abhishekaitc)
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহিতে পুরুষদের ২০২৫-র এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। প্রতিযোগিতা ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। দুই দল মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দিনকয়েক আগে লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারতীয় দল। তাহলে এশিয়া কাপে কেন দুই দলকে খেলানো হবে? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন অশ্বিন। এবার এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ নিয়ে সরব অভিষেকও।
যদিও রবিবার সৌরভ বলেছিলেন, “খেলা হওয়া উচিৎ। পহেলগাঁওয়ে যা হয়েছে সেটার পুনরাবৃত্তি উচিত নয়। কিন্তু তার জন্য ক্রিকেট থামিয়ে রাখা উচিৎ নয়।” এশিয়া কাপের সূচি নিয়ে তাঁর আপত্তি নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.