Advertisement
Advertisement
Abhishek Sharma

হেডকে সিংহাসনচ্যুত করে টি-২০ র‌্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে অভিষেক, উন্নতি পন্থ-ওয়াশিংটনেরও

টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিচে নেমে গেলেন যশস্বী জয়সওয়াল।

Abhishek Sharma become top T20 batter, Pant advance in ICC rank

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 30, 2025 7:41 pm
  • Updated:July 30, 2025 8:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন অভিষেক শর্মা। বুধবার প্রকাশিত ক্রমতালিকায় দেখা যাচ্ছে, টি-২০ ব্যাটারদের তালিকায় সকলের উপরে উঠে এসেছেন তরুণ তুর্কি। এই প্রথমবার ক্রমতালিকার শীর্ষে উঠলেন তিনি। তবে অন্যদিকে, টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিচে নেমে গেলেন যশস্বী জয়সওয়াল।

Advertisement

সাম্প্রতিক অতীতে দারুণ ফর্মে রয়েছেন অভিষেক। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার পরেও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে রান করেছেন। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই এবার আইসিসি ক্রমতালিকায় একনম্বরে উঠে এলেন বাঁহাতি ব্যাটার। আইপিএলের সতীর্থ ট্র্যাভিস হেডকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করলেন অভিষেক। এর আগে ভারতীয় হিসাবে টি-২০ ক্রমতালিকায় একনম্বর ব্যাটার হওয়ার নজির রয়েছে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন তিলক বর্মা।

তবে বুধবারের টেস্ট ক্রমতালিকায় পতন হল আরেক বাঁহাতি যশস্বীর। গত দুই টেস্টে শূন্য রানে ফিরেছেন ভারতীয় ওপেনার। ফলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছেন তিনি। তবে ভাঙা পা নিয়ে ব্যাটিং করেও ম্যাঞ্চেস্টারে হাফসেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। তার ফলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। তবে প্রথম পাঁচে ভারতের কোনও ব্যাটার নেই।

টেস্টে বোলার এবং অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছেন দুই ভারতীয়-জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। তবে ম্যাঞ্চেস্টারে জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে অলরাউন্ডারদের তালিকায় অনেকটা উন্নতি করেছেন ওয়াশিংটন সুন্দর। আপাতত যুগ্মভাবে তিনি রয়েছেন ১৩ নম্বরে। ইংল্যান্ড সিরিজে সেভাবে নজর কাড়তে পারেননি তারকা পেসার মহম্মদ সিরাজ। ফলে পাঁচ ধাপ নেমে ২৭ নম্বরে গিয়েছেন তিনি। দলগত ক্রমতালিকায় টেস্টে চার নম্বরে রয়েছে ভারত। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শীর্ষে রয়েছে মেন ইন ব্লু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ