সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুনে ফর্ম অব্যাহত অভিষেক শর্মার। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও তাঁর ব্যাটে চার-ছক্কার কমতি ছিল না। বলা যায়, প্রথমেই বিপক্ষ দলের মনোবল ভেঙে দিচ্ছেন তিনি। আর শুধু মনোবল ভাঙা নয়, এশিয়া কাপে নতুন নজিরও গড়লেন ভারতের বাঁহাতি ওপেনার। অভিষেক এখন একটি টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহক।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু যেটা আছে, সেটা হল অভিষেক শর্মার দাপট। ৪ রান করে শুভমান গিল আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব (১২) এদিনও রান পেলেন না। যেটা নিঃসন্দেহে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ককে। কিন্তু অভিষেক লক্ষ্যে অবিচল।
৮টি চার মারলেন, ছক্কার সংখ্যা ২। স্ট্রাইক রেট ১৯৬.৭৭। শেষ পর্যন্ত ৩১ বলে ৬১ রান করে আউট হন। ততক্ষণে ভারতের রান ১০০ ছুঁইছুঁই। আর এশিয়া কাপে নিজের রান ৩০০ পেরিয়ে গেল। ৩০৯ রান পকেটে নিয়ে এই এশিয়া কাপে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। শুধু এই এশিয়া কাপে নয়, সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে যত এশিয়া কাপ হয়েছে, তার একটি সংস্করণে সবচেয়ে বেশি রান অভিষেকেরই। তাঁর পিছনে আছে ২০২২ সালে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের ২৮১ রান। এখানেই শেষ নয়। একটি টি-টোয়েন্টি সিরিজ বা একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন অভিষেক। এখনও ফাইনাল বাকি। সেখানে রান পেলে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবেন।
অভিষেক আউট হয়ে যাওয়ার পরও রানের কমতি হয়নি। সেই ব্যাটনটা এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। আশ্চর্যজনকভাবে এই দুজনের ব্যাটিং পজিশন নিয়েই যত পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশ ম্যাচে তিলক খেলেন ৭ বল। সঞ্জু ব্যাট করার সুযোগই পাননি। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জু ৩৯ রান করেন। তিলক অপরাজিত থাকেন ৪৯ রানে। শেষে অক্ষর প্যাটেলও ২১ রান করেন। অসাধারণ ক্যাচ ধরে হার্দিককে ফেরান দুষ্মন্ত চামিরা। এই ম্যাচে অনেকগুলো ভালো ক্যাচ ধরে ভারতকে ক্যাচ ধরাও ‘শেখালেন’ লঙ্কান ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ভারত ২০২ রান করে।
একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট/ সিরিজে সর্বাধিক রান (পূর্ণ সদস্য দল)
৩৩১- ফিল সল্ট বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩ (৫ ইনিংস)
৩১৯- বিরাট কোহলি, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (৬ ইনিংস)
৩১৭- তিলকরত্নে দিলশান, ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (৭ ইনিংস)
৩১৬- মহম্মদ রিজওয়ান বনাম ইংল্যান্ড, ২০২২ (৬ ইনিংস)
৩০৯* – অভিষেক শর্মা, ২০২৫ সাল, এশিয়া কাপ (৬ ইনিংস)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.