Advertisement
Advertisement
Abhishek Sharma

টি-২০ র‌্যাঙ্কিংয়ে দাপট টিম ইন্ডিয়ার! ব্যাটার, বোলার, অলরাউন্ডার তিন বিভাগের শীর্ষেই ভারতীয়রা

দলগত র‍্যাঙ্কিংয়েও টি-২০তে সকলের উপরে রয়েছে ভারত। 

Abhishek Sharma, Varun Chakaravarthy and Hardik Pandya in top spots of ICC T20 ranking

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:September 24, 2025 8:39 pm
  • Updated:September 24, 2025 8:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়া কাপে স্বপ্নের ফর্ম চলছে। তারমধ্যেই আরও এক সুসংবাদ পেলেন ভারতের তরুণ তুর্কি অভিষেক শর্মা। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে আগেই এক নম্বরে উঠে এসেছিলেন তিনি। বুধবার প্রকাশিত ক্রমতালিকায় দেখা যাচ্ছে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নিজের জায়গাটা আরও পোক্ত করে ফেলেছেন ভারতের তরুণ ওপেনার।

Advertisement

সাম্প্রতিক অতীতে দারুণ ফর্মে রয়েছেন অভিষেক। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার পরেও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে রান করেছেন। চলতি বছরের জুলাই মাসে আইপিএলের সতীর্থ ট্র্যাভিস হেডকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করেন তিনি। এর আগে ভারতীয় হিসাবে টি-২০ ক্রমতালিকায় একনম্বর ব্যাটার হওয়ার নজির ছিল বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের।

জুলাইয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছনোর পর থেকে অভিষেকের পারফরম্যান্সে যেন আরও উন্নতি হয়েছে। চলতি এশিয়া কাপে আপাতত চারটি ম্যাচ খেলে ১৭৩ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ২০৮। সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে ৭৪ রান করে হইচই ফেলে দিয়েছেন তিনি। তারপরেই আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান আরও পাকা হয়েছে অভিষেকের। ৯০৭ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে।

কেবল অভিষেক নন, চলতি এশিয়া কাপে খেলা ভারতীয়দের অনেকেই উন্নতি করেছেন টি-২০ র‍্যাঙ্কিংয়ে। একধাপ উঠে ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে এসেছেন তিলক বর্মা। ভার‍ত অধিনায়ক সূর্যকুমারও একধাপ উঠে রয়েছেন ষষ্ঠ স্থানে। অলরাউন্ডারদের তালিকায় ১১ নম্বরে উঠে এসেছেন অক্ষর প্যাটেল। এই তালিকায় এখনও শীর্ষে হার্দিক পাণ্ডিয়া। বোলারদের তালিকায় শীর্ষে বরুণ চক্রবর্তী। অর্থাৎ টি-২০ ক্রিকেটে ব্যাটার, বোলার, অলরাউন্ডার তিনটি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেই রয়েছেন ভারতীয়রা। দলগত র‍্যাঙ্কিংয়েও টি-২০তে সকলের উপরে রয়েছে ভারত। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ