Advertisement
Advertisement
Asia Cup

পহেলগাঁও হামলার পরও ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত! এশিয়া কাপের সম্ভাবনা উজ্জ্বল

ভারত বা পাকিস্তান কোনও দেশই এশিয়া কাপ থেকে সরকারিভাবে নাম প্রত্যাহার করেনি।

ACC aims to start Asia Cup in second week of September

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 29, 2025 1:05 pm
  • Updated:June 29, 2025 1:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পরও বাতিল হচ্ছে না এশিয়া কাপ! এসিসি কর্তারা আশাবাদী, এ বছরই ছয় দলীয় ওই টুর্নামেন্ট আয়োজন করা যাবে। এবং তাতে ভারত ও পাকিস্তান দুই দলই অংশ নেবে। এমনকী টুর্নামেন্টের জন্য সম্ভাব্য একটি সময়ও ঠিক করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

Advertisement

আসলে পহেলগাঁও হামলার পার ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয়। ওই হামলার পরই ক্রিকেট মহলের একাংশ পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছিল। এও শোনা গিয়েছিল, দ্বিপাক্ষিক সিরিজ তো নয়ই, পাকিস্তানের সঙ্গে আইসিসি টুর্নামেন্টেও খেলতে চায় না টিম ইন্ডিয়া। সেটা নিশ্চিত করতে নাকি আইসিসিকে চিঠিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এশিয়া কাপ হওয়া সম্ভব নয় বলেই মনে হচ্ছিল।

কিন্তু ভারত বা পাকিস্তান কোনও দেশই এশিয়া কাপ থেকে সরকারিভাবে নাম প্রত্যাহার করেনি। ফলে এসিসি কর্তারা আশাবাদী ওই টুর্নামেন্ট হবে। এবং নির্ধারিত সময়েই হবে। শোনা যাচ্ছে, দুই দেশের বোর্ড কর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়েছে। শোনা যাচ্ছে, এশিয়া কাপে খেলতে গেলেও পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে থাকতে চাইবে না টিম ইন্ডিয়া। নিতান্তই নক আউট পর্বে দেখা হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার।

চলতি বছর সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে। ভারত-পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহি ওই টুর্নামেন্টে খেলবে। এমনিতে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ভারতের। তবে এসিসি ধরেই নিচ্ছে পাকিস্তান ভারতে এসে খেলতে চাইবে না। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে বা গত এশিয়া কাপের মতো নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে। ভেন্যু হিসাবে সেক্ষেত্রে এগিয়ে থাকবে সংযুক্ত আরব আমিরশাহী। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই টুর্নামেন্ট শুরু হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ