Advertisement
Advertisement
Asia Cup

এশিয়া কাপ কি আদৌ হবে? দীর্ঘ বৈঠকের পরেও জবাব দিতে ব্যর্থ এসিসি প্রধান নকভি

প্রশ্ন উঠছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কি এশিয়া কাপ আদৌ খেলা হবে?

ACC chief fails to provide details on upcoming Asia Cup

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 24, 2025 5:00 pm
  • Updated:July 24, 2025 5:00 pm   

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: এশিয়া কাপ কি আদৌ হবে? দীর্ঘ বৈঠকের পরেও সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না এসিসি প্রধান মহসিন নকভি। বৃহস্পতিবার ঢাকায় বৈঠক শেষ হওয়ার পর তিনি বললেন, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করবে ২৫টি সদস্য দেশ। কিন্তু আসন্ন এশিয়া কাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাবই দিতে পারেননি নকভি। ফলে বৈঠক করেও এশিয়া কাপ নিয়ে জট কাটল না।

Advertisement

প্রথমে শোনা গিয়েছিল, ২৪ জুলাই ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা, তাতে যোগ দিতে চাইছে না বিসিসিআই। পরে অবশ্য অনলাইনে এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআইয়ের প্রতিনিধি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এসিসি প্রধান নকভি। সেখানেই তিনি জানান, কাউন্সিলের ২৫টি দেশই বৈঠকে যোগ দিয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয়। প্রত্যেক সদস্য দেশই রাজনীতির উর্ধ্বে উঠে ক্রিকেটের স্বার্থে কাজ করবে বলে আশাবাদী নকভি।

কিন্তু এদিনের বৈঠকের যে প্রধান অ্যাজেন্ডা, এশিয়া কাপ, সেই নিয়েই কোনও আশার আলো দেখাতে পারলেন না নকভি। সাংবাদিকদের প্রশ্ন ছিল, এশিয়া কাপের সূচি কবে প্রকাশিত হবে? কোথায় টুর্নামেন্ট খেলা হবে? লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর এশিয়া কাপে কি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে? কিন্তু যাবতীয় প্রশ্নের জবাবে একই উত্তর এল নকভির থেকে-আলোচনা চলছে। আগামী দিনে সব জানানো হবে। এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কাউন্সিলের আলোচনা চলছে-এর বেশি আর কিছুই বলতে পারেননি এসিসি চেয়ারম্যান।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। বৃহস্পতিবারের বৈঠকের পরেও সেই ধোঁয়াশা কাটল না। ফলে প্রশ্ন উঠছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কি এশিয়া কাপ আদৌ খেলা হবে? প্রত্যেকটি সদস্য দেশ কি অংশ নেবে সেখানে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ