Advertisement
Advertisement

Breaking News

PSL

আইপিএলের দেখাদেখি শুরু হওয়ার পথে পিএসএল, ভাঙা স্টেডিয়ামেই খেলা হবে?

বিদেশি প্লেয়াররা আদৌ ফিরবে পাকিস্তানে?

After IPL Pakistan Cricket Board wants to start PSL
Published by: Arpan Das
  • Posted:May 13, 2025 12:56 pm
  • Updated:May 13, 2025 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। সেই দেখাদেখি পিএসএলও শুরু করতে চলেছে পাকিস্তান। সংঘর্ষবিরতি ঘোষণার পর সীমান্ত এখন অনেকটাই শান্ত। অবশ্য আইপিএল শুরুর একদিন আগেই পিএসএল শুরুর পরিকল্পনা রয়েছে পাক বোর্ডের। সেই সঙ্গে প্রশ্ন, ভারতের হানায় ভেঙে পড়া রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে কি ম্যাচ হবে?

ভারত-পাক যুদ্ধের আবহে পিএসএল’কে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল পাক বোর্ড। কিন্তু সেখানেও ধাক্কা খায় তারা। জানা যায়, পিএসএল আয়োজনে রাজি হয়নি আমিরশাহি। ১০ মে স্থগিত করে দেওয়া হয় পাকিস্তান সুপার লিগ। এর আগেই ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম। পিএসএলে পেশওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামে আছড়ে পড়ে ভারতীয় ড্রোন।

ঘটনা হচ্ছে, ওই স্টেডিয়ামেই পিএসএলের দ্বিতীয় দফার ম্যাচ শুরু করতে চাইছে পাক বোর্ড। যদিও ভাঙা স্টেডিয়ামে কীভাবে খেলা শুরু হবে সেটাও একটা প্রশ্ন। জানা যাচ্ছে, ১৬ মে থেকে শুরু হতে পারে পাক লিগ। ফাইনাল হতে পারে ২৫ মে। পিএসএলের বিদেশি প্লেয়াররা ইতিমধ্যেই পাকিস্তান ছেড়ে গিয়েছে। তাঁদের কতজন পাকভূমে ফিরতে রাজি হবে, সেই সংশয়ও রয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, দুবাইয়ে বিদেশি প্লেয়ারদের জড়ো করুক ফ্র্যাঞ্চাইজিগুলো। আর দেশীয় প্লেয়াররা একত্রিত হোক ইসলামাবাদে।

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই দুবাইয়ের পথে রওনা দিয়েছেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি করাচি কিংসের অধিনায়ক। সম্ভবত বেন ম্যাকডেরমটও পিএসএলে ফিরবেন। তবে বাকি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কী করবেন জানা যাচ্ছে না। আরও একটি বিষয় হচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অনেক অজি তারকাই আইপিএলে না আসতে পারেন। সেক্ষেত্রে বিকল্প হিসেবে যদি পিএসএলের কয়েকজন বিদেশি ক্রিকেটারকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তুলে নেয়, তাহলে কিন্তু পাক লিগের ফের মুখ পুড়বে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement