Advertisement
Advertisement
Suryakumar Yadav

সূর্যকে ‘শূকর’ মন্তব্যে ক্ষমাপ্রার্থনা নয়! ইরফান পাঠানকে জড়িয়ে আজব যুক্তি মহম্মদ ইউসুফের

সোশাল মিডিয়ায় কী ব্যাখ্যা দিলেন প্রাক্তন পাক তারকা?

After pig jibe against Suryakumar Yadav, ex-Pakistan cricketer Mohammad Yousuf offers bizarre explanation
Published by: Arpan Das
  • Posted:September 17, 2025 12:35 pm
  • Updated:September 17, 2025 1:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যকুমার যাদবকে কুৎসিত ভাষায় বেনজির আক্রমণ। আর সেটা করছে কে? পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ। এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক ‘শূকর’ বলে কটাক্ষ করেন প্রাক্তন পাক তারকা। কিন্তু তারপরও কি না, কোনও ক্ষমাপ্রার্থনা নয়, বরং নিজের মন্তব্যের যুক্তি হিসেবে ভারতের প্রাক্তনী ইরফান পাঠানের প্রসঙ্গ টানলেন ইউসুফ।

Advertisement

লাইভ টিভিতে সূর্যকুমারকে ‘সুয়ার’ বলতে থাকেন পাক প্রাক্তনী। তাতে ক্ষমা চাওয়ার বদলে ইউসুফ ব্যাখ্যা দিচ্ছেন, ‘যাঁরা নিজের দেশের হয়ে আবেগের সঙ্গে খেলেন, সেরকম প্লেয়ারকে আমি অসম্মান করতে চাইনি। কিন্তু তাহলে ভারতীয় মিডিয়া কেন ইরফান পাঠানকে প্রশংসা করছে, যে কি না শাহিদ আফ্রিদিকে নিয়ে বলেছিল, কুকুরের মতো চিৎকার করছে কেন? যাঁরা মর্যাদা ও সম্মানের কথা বলে, তাঁদের কি সেটারও বিরোধিতা করা উচিত ছিল না?’

ভারত-পাক ম্যাচে করমর্দন বিতর্ক নিয়ে পাকিস্তানি নিউজ চ্যানেল সামা টিভিকে মহম্মদ ইউসুফ বলেছিলেন, “ভারত তাদের ফিল্মি জগৎ থেকে বেরোতে পারল না। ওরা যেভাবে জিতেছে তাতে লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারকে ব্যবহার করে, ম্যাচ রেফারিকে দিয়ে পাকিস্তানকে নির্যাতন করিয়েছে।” এরপর সূর্যকে তিনি ‘সুয়ার কুমার’ বলে সম্বোধন করেন। শো-এর সঞ্চালক তাঁকে বারবার ভারত অধিনায়কের সঠিক নাম ‘সূর্য’, সেটা মনে করিয়ে দিলেও একাধিকবার ইউসুফ তাঁকে ‘সুয়ার কুমার’ বলেন।

কারও সম্পর্কে ‘মতো’ করে বলা আর বারবার ইচ্ছাকৃত ব্যঙ্গ করা কি একই জিনিস? ইউসুফ নিজের মন্তব্য প্রমাণ করতে গিয়ে কি সমস্ত যুক্তিবোধ বিসর্জন দিচ্ছেন? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ