Advertisement
Advertisement
Champions Trophy

পাক যাত্রায় আপত্তি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারতীয় আম্পায়ার নীতীন, ‘ছুটি’ নিলেন ম্যাচ রেফারি শ্রীনাথ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ভারতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারি থাকছেন না।

After Umpire Nitin Menon, Indian Javagal Srinath Match referee gives Champions Trophy 2025 in Pakistan a miss
Published by: Arpan Das
  • Posted:February 6, 2025 7:00 pm
  • Updated:February 6, 2025 7:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ভারতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারি থাকছেন না। আইসিসি টুর্নামেন্টে ভারতের দুজন ম্যাচ আধিকারিকের নাম ছিল। আম্পায়ার হিসেবে ছিলেন নীতীন মেনন ও ম্যাচ রেফারি হিসেবে ছিলেন জাভাগল শ্রীনাথ। কিন্তু দুজনের কেউই পাকিস্তান যাচ্ছেন না।

Advertisement

ব্যক্তিগত কারণে পাকিস্তানে গিয়ে আম্পায়ারিং করা থেকে নিজেকে সরিয়ে নিলেন নীতীন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মঙ্গলবার পনেরো জন ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে নাম নেই নীতীনের। তাঁর পক্ষে দুবাইয়ে গিয়ে ভারতের ম্যাচ পরিচালনা করাও সম্ভব ছিল না। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ আম্পায়ারের বন্দোবস্ত করছে আইসিসি।

এই প্রসঙ্গে আইসিসির এক সূত্র জানাচ্ছেন, “আইসিসি নীতীনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখতে চেয়েছিল। কিন্তু তিনি ব্যক্তিগত কারণে পাকিস্তানে যেতে রাজি নন।” অন্যদিকে জাভাগল শ্রীনাথও ‘ছুটি’ নিয়েছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দেখা যাবে না। শ্রীনাথের বক্তব্য, “আমি কয়েক দিনের জন্য ছুটি নিয়েছি। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে আমি বাড়ির বাইরে ছিলাম।”

উল্লেখ্য, সম্প্রতি শ্রীনাথের একটি সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে শিবম দুবের পরিবর্তে কনকাশন সাব হিসেবে নামেন হর্ষিত রানা। ইংরেজ ক্রিকেটারের মতে যা সমতুল্য পরিবর্তন নয়। যার জন্য আঙুল তোলা হয় ওই ম্যাচের রেফারি শ্রীনাথের দিকে। এমনকী ভারতের ম্যাচে কেন ভারতীয় ম্যাচ রেফারি থাকবে, সেই প্রশ্নও তোলা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ