Advertisement
Advertisement
T20 World Cup 2026 final

২০২৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালও আহমেদাবাদে! কবে শুরু হতে পারে টুর্নামেন্ট?

বিশ্বকাপের ফাইনালের জন্য বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামকেও প্রস্তুত রাখা হচ্ছে।

Ahmedabad likely to host T20 World Cup 2026 final
Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2025 8:54 pm
  • Updated:September 9, 2025 8:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ব্রাত্য ওয়াংখেড়ে, ইডেন গার্ডেন্সের মতো ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম! সব ঠিক থাকলে আগামী বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালও পেতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ঠিক যেমনটা হয়েছিল ২০২৩ সালে। এক ক্রিকেট ওয়েবসাইট সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে যা ঠিক হয়েছে তাতে ২০২৬ টি-২০ বিশ্বকাপেও ২০২৪-এর মতো ফরম্যাটেই হবে। ২০টি দলকে ৪টি ভাগে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার এইটে উঠবে। টুর্নামেন্টটি দুটি দেশ মিলিয়ে হওয়ার কথা। ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে ম্যাচগুলি হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতে যে পাঁচটি ভেন্যুতে খেলা হবে সেগুলির মধ্যে ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে থাকছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম-সহ আরও দুটি ভেন্যুতে খেলা হতে পারে।

এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে টুর্নামেন্ট শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল হতে পারে ৮ মার্চ। ওই উইনডোর কথা সদস্য দেশগুলিকে জানিয়েও দেওয়া হয়েছে। ওই সময় বিশ্বকাপ হওয়ার অর্থ দলগুলি প্রস্তুতির জন্য সময় পাচ্ছে মোট মাস পাঁচেক। ২০২৩ বিশ্বকাপের মতো এবারের ফাইনালও হতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক আলোচনার পর আইসিসি তেমনটাই ঠিক করেছে। তবে এখানে একটা কিন্তু থাকছে। বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কার কলোম্বো স্টেডিয়ামকেও তৈরি রাখা হচ্ছে। কারণ রাজনৈতিক কারণে পাকিস্তান কোনও ম্যাচ ভারতের মাটিতে খেলবে না। তাই পাক ম্যাচগুলি আয়োজিত হবে শ্রীলঙ্কায়। যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে ফাইনালও শ্রীলঙ্কাতেই করতে হবে। সেক্ষেত্রে ফাইনালের ভেন্যু হবে কলোম্বো।

২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, ইটালি এবং নেদারল্যান্ডস। বাকি ৫ দল সুযোগ পাবে আফ্রিকা (২) এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল (৩)-এর বাছাইপর্বের ম্যাচ থেকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ