Advertisement
Advertisement
Ajinkya Rahane

আইপিএলের পরেই দল ছাড়লেন রাহানে! তাঁর জায়গায় নতুন অধিনায়ক কে?

নাইটদের হয়ে এই মরশুমে সর্বোচ্চ রান করেছেন তিনিই।

Ajinkya Rahane left the team after IPL! Who will be the new captain in his place?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 6, 2025 9:10 pm
  • Updated:June 6, 2025 9:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলির আরসিবি। মেগা এই টুর্নামেন্টের সমাপ্তির পর শুরু হয়েছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। ৬ বছর পর ফিরেছে এই প্রতিযোগিতা। ‘বাধ্যতামূলকভাবে’ এই টি-টোয়েন্টি লিগে সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেদের খেলতে হবে বলে ‘ফতোয়া’ জারি করেছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই মতো রাজিও হয়েছিলেন অজিঙ্ক রাহানে। তবে জানা গিয়েছে, মুম্বই লিগের দল ছেড়েছেন তিনি। 

Advertisement

আইপিএলের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাহানে। মুম্বই ফ্র্যাঞ্চাইজি দল বান্দ্রা ব্লাস্টার্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহানের। দলের আইকন প্লেয়ার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৭ বছরের এই ক্রিকেটার।

আচমকা এমন সিদ্ধান্ত কেন নিলেন তিনি, তা অবশ্য জানা যায়নি। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিতে দেখা যাবে উইকেটকিপার-ব্যাটার আকাশ আনন্দকে। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দ্রা ব্লাস্টার্সের হেডকোচ। প্রসঙ্গত, ৪ জুন থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতার। ১২ জুন রয়েছে ফাইনাল।

উল্লেখ্য, অষ্টাদশ আইপিএলে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। গোটা টুর্নামেন্টে একেবারের ছন্দে পাওয়া যায়নি গত মরশুমের চ্যাম্পিয়নদের। ১৪ ম্যাচে মাত্র ৫টিতে জয় পেয়েছে কেকেআর। আর এহেন হতাশাজনক মরশুম কাটানোর পর নাইট দলনায়ক অজিঙ্ক রাহানে স্বীকার করে নিয়েছিলেন, দল হিসেবে ভালো খেলতে পারেনি তাঁর দল। নাইটদের হয়ে এই মরশুমে সর্বোচ্চ রান করেছেন রাহানে (৩৯০)।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ