রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অবশেষ সমস্ত জল্পনার অবসান। আইপিএলের নতুন মরশুমের অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। আর সেখানে নাইট বাহিনী ভরসা রাখল অভিজ্ঞ অজিঙ্ক রাহানের উপরই। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে থাকছেন ভেঙ্কটেশ আইয়ার। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাহানের নেতৃত্বে নামবে নাইট বাহিনী।
মহা নিলামের আগে শাহরুখ খানের দল রিটেন করেনি গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। নিলামের পরই প্রশ্ন উঠেছিল কে হতে পারেন নাইট ক্যাপ্টেন? জল্পনা চলছিল রাহানে, ভেঙ্কটেশ, রিঙ্কুদের নিয়ে। শেষ পর্যন্ত অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর জানান, ‘নেতা হিসেবে রাহানে যথেষ্ট অভিজ্ঞ। আর ভেঙ্কটেশ আইয়ার দীর্ঘদিন ধরে কেকেআরে খেলছে। ওর মধ্যেও নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে দুজনের জুটিতে আমরা আবার চ্যাম্পিয়ন হতে পারব।’
অন্যদিকে রাহানেও বলছেন, “কেকেআরের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমাদের দল খুব ভালো হয়েছে, ভারসাম্য আছে। সকলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ফের চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যালেঞ্জ নিতে তৈরি।” রাহানেকে মাত্র দেড় কোটি টাকায় কিনেছে নাইটরা। সেখানে ভেঙ্কটেশ আইয়ারের দাম ওঠে ২৩.৭৫ কোটি টাকা।
এর আগে একাধিকবার নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়ে মুখে খুলেছেন ভেঙ্কটেশ। তিনি জানিয়েছিলেন, “আমি তৈরি। তবে আগেও বলেছি, অধিনায়কত্ব একটি পরিচয় মাত্র। আমি নেতৃত্ব দেওয়ায় বিশ্বাস করি। সেটা আরও বড় দায়িত্ব। এই নিয়ে আমার মধ্যে কোনও সংশয় নেই। যদি আমাকে প্রস্তাব দেওয়া হয়, তাহলে না বলার কোনও কারণ নেই।” এদিনই নতুন জার্সি প্রকাশ্যে এনেছে কেকেআর। ২২ মার্চ তাদের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
– Ajinkya Rahane named captain of KKR. Venkatesh Iyer named Vice-Captain of KKR for TATA IPL 2025.
— KolkataKnightRiders (@KKRiders)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.