ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে থেকেও নেতৃত্ব হারালেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় তাঁর জায়গায় নতুন অধিনায়ক শুভমান গিল। ‘হিটম্যান’ অধিনায়কত্ব হারালেও দলে রয়েছেন। কিন্তু কেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সরিয়ে দেওয়া হল? এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক প্রধান অজিত আগরকর।
আগরকর জানিয়েছেন, মূলত টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের কথা ভেবেই নেতৃত্ব থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে। গম্ভীরের পরামর্শেই ‘হিটম্যানে’র জায়গায় অধিনায়ক করা হয়েছে গিলকে। আগরকরের সাফ জবাব, “তিনটি ফরম্যাটে তিন জন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব। এটা দলের জন্য ভালো নয়। একই সঙ্গে এটা কোচের জন্যও সমস্যার কারণ হয়।”
আগরকরের সংযোজন, “পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে, সেটা দেখতে হবে। রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর এটাও একটা কারণ। এটা এমন একটা ফরম্যাট, যা এখন সবচেয়ে কম খেলা হয়। দু’টো বছর অনেকটা সময় মনে হলেও আদতে কিন্তু তা নয়। বিশ্বকাপের আগে বেশি ম্যাচ পাওয়া যাবে না। তাই শুভমানকে এখন থেকেই দায়িত্ব দেওয়া হল। ও যাতে এখন থেকেই দল তৈরি করে নিতে পারে।”
অর্থাৎ রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ভারতীয় নির্বাচকদের আগামী বিশ্বকাপের পরিকল্পনারই অংশ। প্রশ্ন হল রোহিত কি জানতেন, তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে? আগরকর বলেন, “আমার সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে রোহিতের। না জানিয়েই ওকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল, ব্যাপারটা মোটেও অমন নয়।”
ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিতের উপর আস্থা রাখতে পারলেন না ভারতীয় নির্বাচকরা। তাঁর কাছ থেকে ‘ক্ষমতা’ কেড়ে নিয়ে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল শুভমান গিলের নাম। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়কত্বের হাত বদল করা হয়েছে বলে মনে করছেন নির্বাচকরা। বিশ্বকাপ শুরু হতে প্রায় দু’বছর সময় বাকি। সেই সময় রোহিত খেলার মতো জায়গায় থাকবেন কি না, সে কথা এখন থেকে বলে দেওয়া যায় না। তাই অজি সফর থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হল শুভমানকে। এতে ওয়ানডে বিশ্বকাপের আগে অভিজ্ঞতা অর্জনের অনেকটাই সময় পেয়ে যাবে তিনি। উল্লেখ্য, দেশের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শেষবার খেলেছিলেন ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। আবার তাঁরা দেশের হয়ে ২২৪ দিন পর অর্থাৎ ১৯ অক্টোবর মাঠে নামবেন।
আরও একটা প্রশ্ন হল, ২০২৭ বিশ্বকাপে কি খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি? আগরকরের কথায়, “ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা তো এই মুহূর্তে বলে দেওয়া অসম্ভব। আপাতত ওদের ফিটনেস সংক্রান্ত সমস্যা নেই। দু’জনেই ফিটনেস উত্তীর্ণ হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.