Advertisement
Advertisement
Gautam Gambhir

‘যা চেয়েছ, সব পেয়েছ, এবার ফল দাও’, দ্বিতীয় টেস্টের আগে গম্ভীরকে ‘অজুহাত’ খুঁজতে বারণ প্রাক্তন সতীর্থের

শেষ ৯টি টেস্টের মধ্যে মাত্র একটি টেস্টে জিতেছে টিম ইন্ডিয়া।

Akash Chopra said Gautam Gambhir has to deliver result to India Test Team
Published by: Arpan Das
  • Posted:June 28, 2025 10:32 am
  • Updated:June 28, 2025 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর মাত্র তিনটে টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে দুটো আবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে। আর একটি অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ড সফরও শুরু হয়েছে হার দিয়ে। অথচ তিনি যা চেয়েছেন, নির্বাচকরা সেটাই দিয়েছেন। আর কোনও অজুহাতের জায়গা নেই, এবার ফল দিতেই হবে। বার্মিংহামে দ্বিতীয় টেস্টের আগে ‘গুরু’ গম্ভীরকে মনে করিয়ে দিলেন প্রাক্তন সতীর্থ আকাশ চোপড়া।

অনেকেই চেয়েছিলেন টেস্টে ভারতের অধিনায়ক হোক জশপ্রীত বুমরাহ বা কেএল রাহুল। কিন্তু শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় শুভমান গিলকে। সেটা যে মূলত গম্ভীরের ইচ্ছেতেই, তা বলাই যায়। কখনও হর্ষিত রানাকে সুযোগ দিয়েছেন। আবার বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। বর্তমান ভারতীয় দলের সহকারী কোচেদের অধিকাংশই গম্ভীরের ‘পছন্দের’। তারপরও টেস্টের ফলাফলে উন্নতি দেখা যাচ্ছে না। শেষ ৯টি টেস্টের মধ্যে মাত্র একটি টেস্টে জিতেছে টিম ইন্ডিয়া।

প্রাক্তন সতীর্থকে নিয়ে আকাশ চোপড়া বলছেন, “গৌতম গম্ভীরের উপর খুব চাপ রয়েছে। সেটা ক্রমাগত বাড়ছে। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র দুটি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটি টেস্ট জিতেছে। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনটি টেস্ট হারতে হয়েছে। এবার ইংল্যান্ডেও একটি হারল। ও হেরেই যাচ্ছে, হেরেই যাচ্ছে। নির্বাচকরা তোমাকে সব দিয়েছে। যে কোচেদের চেয়েছ, সেটাই দিয়েছে। এবার আর কোনও অজুহাতের জায়গা নেই। ফলাফল তোমাকে দিতেই হবে। ব্যস, আর কোনও কথা নেই।”

২ জুলাই থেকে বার্মিংহামে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সেখানে বুমরাহ না খেলার সম্ভাবনাই বেশি। যা আরও সমস্যা বাড়াতে পারে ভারতীয় দলের জন্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement