Advertisement
Advertisement
Akash Deep

ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্স, ফিরেই ক্যানসার আক্রান্ত দিদির কাছে ছুটলেন আকাশ

বার্মিংহাম টেস্ট জয়ের পর আকাশের সঙ্গে ভিডিও কলে কথা হয় দিদি জ্যোতির।

Akash Deep met sister ailing from cancer after return from England

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 7, 2025 12:03 pm
  • Updated:August 7, 2025 12:03 pm   

আলাপন সাহা: ওভালে দুর্ধর্ষ জয় দিয়ে সিরিজের পরিসমাপ্তি। সিরিজ শেষে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই দেশে ফিরে এসেছেন। অনেকে আবার ইংল্যান্ড থেকে ছুটি কাটাতে চলে গিয়েছেন। আকাশ দীপ যেমন বিলেত থেকে ফিরে সোজা লখনউ চলে গেলেন ক্যানসার আক্রান্ত দিদির সঙ্গে দেখা করতে। ওভালে টেস্ট জিতে সিরিজ ড্র’য়ের ব্যাপারে বাংলার আকাশেরও ভূমিকা রয়েছে। কারণ দ্বিতীয় ইনিংসে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে আকাশ হাফসেঞ্চুরি করেন। ভারতের জয়ের ক্ষেত্রে যে ইনিংসের বিশেষ গুরুত্ব রয়েছে। যে ইনিংস নিয়ে আকাশ নিজেও উচ্ছ্বসিত।

Advertisement

আকাশের উত্থানের কাহিনী অনুপ্রেরণার আর এক নাম। জীবনে প্রচুর লড়াই করতে হয়েছে। যে যুদ্ধ এখনও থামেনি ভারতীয় পেসারের। কয়েক মাসের ব্যবধানে বাবা আর দাদাকে হারিয়েছিলেন। আকাশের দিদিও ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই কথা হয়তো অনেকেই জানতেন না। বার্মিংহাম টেস্টে দশ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর পর দিদির কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন আকাশ। বলেছিলেন, নিজের পারফরম্যান্স উৎসর্গ করছেন ক্যানসার আক্রান্ত দিদিকে। আকাশ দেশের বাইরে থাকলেও প্রত্যেকটা মুহূর্তে দিদির খোঁজখবর নিয়েছেন। আর সিরিজ খেলে ফিরে এসে সোজা চলে গেলেন দিদির কাছে।

বার্মিংহাম টেস্ট জয়ের পর আকাশের সঙ্গে ভিডিও কলে কথা হয় দিদি জ্যোতির। ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার আবেগতাড়িত হয়ে পড়ছিলেন জ্যোতিও। আকাশ তাঁকে বলেছিলেন, “চিন্তা করো না। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি সবসময় তোমার পাশে রয়েছি। শুধু আমি নয়, পুরো দেশ তোমার সঙ্গে রয়েছে। এই যুদ্ধে তুমি জিতবেই।” সোমবার বিকেলেই লন্ডন থেকে ফ্লাইটে ওঠেন আকাশ। প্রথমে দুবাই। সেখান থেকে দিল্লি হয়ে মঙ্গলবার সন্ধ্যের দিকে লখনউয়ে নামেন। এয়ারপোর্টে প্রচুর লোকজন এসেছিলেন। কিন্তু সবকিছুর মাঝেও আকাশের ভাবনায় শুধুই দিদি। বলছিলেন, “বার্মিংহামে দশ উইকেট পেয়েছিলাম। ওই জয় উৎসর্গ করেছি দিদিকে। দেশে ফিরে তাই সবার প্রথম ওঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি। আজ আর বেশি কথা বলতে চাই না। বরং দিদির সঙ্গে সময় কাটাব। এই যুদ্ধে ওঁকে জিততেই হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ