রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হিসেবে রজার বিনির মেয়াদ শেষ হয়ে গেল। শনিবার ১৯৮৩-র বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য বিনির সত্তর বছরের জন্মদিন। লোধা আইন অনুসারে যেহেতু, সত্তর বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না, তাই বিনিকে সরে যেতে হচ্ছে। এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিস্থিতি যা, তাতে বার্ষিক সাধরণ সভা এগিয়ে আনতে হতে পারে ভারতীয় বোর্ডকে!
কেন?
সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের শেষে বোর্ডের বার্ষিক সাধারণ সভা হয়ে থাকে। কিন্তু আচমকা বোর্ড সভাপতিহীন হয়ে পড়ায়, সেই প্রচলিত প্রথা এবার ভাঙতে হতে পারে বলে খবর বোর্ডমহলে। এটা সর্বজনবিদিত যে, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। কিন্তু বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, পূর্বতন বোর্ড প্রেসিডেন্টের প্রস্থানের পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয় বোর্ডকে। অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ দিনের বেশি সভাপতি পদে থাকতে পারেন না। সেই হিসেব অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের গোড়াতেই অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট হিসাবে শুক্লার মেয়াদ শেষ হয়ে যাবে।
অনেকেই মনে করছেন, বিশেষ সাধারণ সভা ডেকে প্রেসিডেন্ট নির্বাচন করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফের বার্ষিক সভা করবে না বোর্ড। বরং ওয়াকিবহাল মহলের ধারণা হল, রাজীব শুক্লা অন্তবর্তিকালীন প্রেসিডেন্ট থাকতে-থাকতে মেয়াদের শেষ দিকে বার্ষিক সাধারণ সভার নোটিশ জারি করে দিতে পারেন। সেক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয়, যে কোনও একটা সপ্তাহে বার্ষিক সভা হয়ে যেতে পারে। বলা হচ্ছে, যা হবে, ২০ সেপ্টেম্বরের মধ্যে হবে। তার বেশি বোর্ড বার্ষিক সভা পিছোবে না। কারণ, এবার উৎসবের মরশুম আগে থাকতে দেশে শুরু হয়ে যাচ্ছে। নবরাত্রি সেপ্টেম্বরের শেষে। তবে কে বিনির স্থলাভিষিক্ত হচ্ছেন, তা এখনও নাকি চূড়ান্ত কিছু হয়নি। তবে নতুন প্রথা অনুসারে গত দু’বার দেশের প্রাক্তন বরেণ্য ক্রিকেটারই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। এবার দেখার কী হয়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.