প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। সমস্ত ম্যাচেই আম্পায়ারিং করবেন মহিলারা। বিশ্বকাপের প্রথম ম্যাচের দায়িত্বে থাকবেন চারজন মহিলা অফিশিয়াল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে বসছে মহিলা বিশ্বকাপের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচের তিন আম্পায়ার এবং ম্যাচ রেফারি সকলেই মহিলা। বিশ্বকাপে এই প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে আম্পায়ার হিসাবে থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বৃন্দা রাঠি, এন জননী এবং গায়ত্রী বেণুগোপালন। প্রথম মহিলা ম্যাচ রেফারি জি এস লক্ষ্মীও থাকবেন মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। উল্লেখ্য, মহিলাদের ক্রিকেটে চারজন মহিলা ম্যাচ অফিশিয়ালদের দেখা গিয়েছে আগেও। ২০২২ সালের কমনওয়েলথ গেমস, মহিলাদের গত দু’টি টি-২০ বিশ্বকাপেও কেবল মহিলা আম্পায়ারদের উপরেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ৫০ ওভারের বিশ্বকাপে এই প্রথমবার মহিলারা পুরো টুর্নামেন্ট পরিচালনা করবেন।
বৃহস্পতিবার আইসিসির তরফ থেকে ১৪ জন আম্পায়ার এবং ৪জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করা হয়েছে। এবার বিশ্বকাপের ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যান্ড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিশেল পেরেইরা। আম্পায়ার হিসাবে থাকছেন লরেন এজেনব্যাগ, ক্যান্ডিস লা বোর্দে, কিম কটন, সারা ডাম্বানেভানা, শাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্তে, এন জননী, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান, গায়ত্রী বেণুগোপালন, জ্যাকলিন উইলিয়ামস।
প্রসঙ্গত, আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে নিম্নতম দামে ছাড়া হচ্ছে মহিলাদের বিশ্বকাপের টিকিট। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই পর্বে টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে মাত্র একশো টাকা। এক যুগ পর ভারতে হচ্ছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। আইসিসির আশা, টিকিটের দাম কম রাখলে প্রচুর দর্শক মাঠে আসবেন। মহিলা ক্রিকেটের জন্য গলা ফাটাবেন ক্রিকেটপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.