ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট কেরিয়ার কি শেষের পথে যশ দয়ালের? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্তা, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে এফআইআর দায়ের করেছেন এক মহিলা। তাছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার ৬৯নং ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ থেকে তাঁর নাম ছাঁটাই করা হল।
গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল বাঁ হাতি এই পেসারের। আপাতত তাঁকে দলের সঙ্গে যোগ না দেওয়ার কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যেহেতু তাঁর বিরুদ্ধে মামলা চলছে এবং তাঁকে গ্রেপ্তার করা হবে না এই নির্দেশও দেওয়া হয়নি, সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলা না মেটা পর্যন্ত যশকে দলের সঙ্গে যুক্ত হতে দেওয়া যাবে না। যদিও গোরক্ষপুর লায়ন্সের মালিক বিশেষ গৌর জানিয়েছেন, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার তরফে তাঁদের দলকে এমন কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। উল্লেখ্য, তাঁকে যাতে গ্রেফতার করা না হয়, সেই আবেদন করেছিলেন আরসিবি ক্রিকেটার। যদিও ৬ আগস্ট রাজস্থান হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। মামলার পরবর্তী শুনানি ২২ আগস্ট। সুতরাং বোঝাই যাচ্ছে, আদালত তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ২৭ বছর বয়সি এক মহিলা আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্য, যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। এমনকী আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে। সবটাই করা হয়েচ্ছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে আরসিবি পেসারের।
জানা গিয়েছে, দয়ালের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই মহিলা বলেছেন, “ও বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ওর পরিবারও আমাকে পুত্রবধূ করার কথা দিয়েছিল। আমি সততার সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রেখেছিলাম।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ-নিষ্পত্তি বিভাগে অভিযোগ জানিয়েছিলেন গাজিয়াবাদের ওই তরুণী। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ থেকে তাঁর নাম বাদ পড়ল। সেই কারণেই অনেকের ধারণা, যশ দয়ালের ক্রিকেট কেরিয়ারের হয়তো শেষের শুরু হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.