সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপে প্রথম দু’ম্যাচে জিতলেও দক্ষিণ আফিকার বিরুদ্ধে হার স্বীকার করেছে ভারত। পয়েন্ট তালিকায় এখন তৃতীয় স্থানে হরমনপ্রীতরা। রবিবার তাঁদের সামনে এমন একটা দল, যারা কখনও ভারতের মাটিতে বিশ্বকাপ হারেনি। অনেকেই বলছেন, হয়তো এই পরিসংখ্যান তাতাচ্ছে অস্ট্রেলিয়াকে। আর সেই ম্যাচে অজি অধিনায়ক অ্যালিসা হিলি রীতিমতো হুঙ্কারের সুরে জানালেন ভারতকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তাঁরা।
সম্প্রচারকারী চ্যানেলকে হিলি বলেন, “ঘরের মাঠে ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। নিজস্ব পরিবেশে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা জানি যে, ওরা আমাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক অতীতে আমরা একে অপরের সঙ্গে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা অন্য মাত্রা পেয়েছে। আমরা জানি ওরা আমাদের হারাতে কতটা মরিয়া। কিন্তু আমরাও ওদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি।”
ভারতে কখনও মহিলা বিশ্বকাপ হারেনি অস্ট্রেলিয়া। ১৯৭৮, ১৯৯৭ এবং ২০১৩ সালে শিরোপা জিতেছে অজিরা। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলে ভারতের মাটিতে চারবার খেতাব জিতবে। তাদের লক্ষ্য, সব মিলিয়ে আটবার বিশ্বকাপ ট্রফি জয়। এই প্রসঙ্গে হিলি বলেন, “এখানে আসার আগে আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল, অস্ট্রেলিয়া কখনও ভারতে বিশ্বকাপ হারেনি।”
তাঁর সংযোজন, “২০১৩ বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা। সেই সময় আমি ড্রিঙ্কস রানার ছিলাম। তবে, সেই অভিজ্ঞতাও দারুণ ছিল। সেই বছর আমরা চ্যাম্পিয়ন হই। আশা করি, এবারও আমরা সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারব।” উল্লেখ্য, বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ১-২ ব্যবধানে সিরিজ হেরেছিল ‘উইমেন ইন ব্লু’রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.