আমিনুল ইসলাম। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে ফের নির্বাচিত হলেন প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সোমবার ঢাকার এক হোটেলে বাংলাদেশ বোর্ডের নির্বাচন ছিল। সেখানে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আমিনুলের নির্বাচন নিয়ে কোনও সংশয় ছিল না।
পদ্মাপারের ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে কম নাটক হয়নি। কিংবা বলা যায়, শুধু নাটকই চলেছে দীর্ঘ সময় ধরে। মে মাসে বোর্ডের দায়িত্বে এসেছিলেন আমিনুল। লক্ষ্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা। নির্বাচনে লড়ার কোনও ইচ্ছাই নাকি তাঁর ছিল না। তাঁর নিজের ভাষায় ‘টি-টোয়েন্টি ক্রিকেট খেলা।’ সেটা এখন ‘টেস্টে’ পরিণত হল। কারণ, তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছেন।
বিসিবি সভাপতি হয়ে আমিনুল বলছেন, “আমি আইসিসি’র চাকরি ছেড়ে এই কাজে এসেছিলাম। একমাত্র লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করা। সেই ভরসার জায়গা আমি পেয়েছি। কে বোর্ডে আছে, কে নেই সেসব গুরুত্বপূর্ণ নয়। সবাই বাংলাদেশ ক্রিকেটের অংশ। এটা আমার সফরের অংশও বটে। আমি আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি। আমি অল্প সময়ের জন্য দায়িত্বে এসেছিলাম। কিন্তু আমি আর যেতে চাই না। দেশকে সেবা করতে চাই।” তাঁর সঙ্গে প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক খালেদ মাসুদ বিসিবি-র একজন ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে এসেছেন ফারুক আহমেদ। যাকে আগে পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, নির্বাচনে দাঁড়ানোর কথা জানিয়েও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। তাঁর যুক্তি ছিল, “লোকজন ম্যাচ ফিক্সিং বন্ধের কথা বলেন। কিন্তু তার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করার কথা চিন্তাভাবনা করুন।” মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম-সহ আরও অনেকে। সভাপতি হওয়ার পর আমিনুলের ‘উদার’ বক্তব্যে কি তামিমকেও বাংলাদেশ ক্রিকেটের ‘উন্নয়নে’ সামিল করার ইঙ্গিত দেওয়া হল?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.