Advertisement
Advertisement
Bigg Boss

লিঙ্গ বদলের জেরে কটাক্ষ-কুপ্রস্তাব, এবার ‘বিগ বস’-এ যাচ্ছেন ‘নির্বাসিত’ ক্রিকেটার অনয়া বাঙ্গার

নানা ইস্যুতে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন অনয়া।

Anaya Bangar set to participate in Bigg Boss

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 17, 2025 12:38 pm
  • Updated:August 17, 2025 2:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন অনায়া বাঙ্গার! সূত্রের খবর, রূপান্তরিত অ্যাথলিট হিসাবে জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে অংশ নিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা। লিঙ্গ পরিবর্তনের পর থেকেই নানা ইস্যুতে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন অনয়া। এবার ক্রিকেটের পিচ ছেড়ে বিগ বসের বাড়িতে ‘যুদ্ধ’ করবেন তিনি, এমনটাই সূত্রের খবর।

Advertisement

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরতে হয়েছে অনয়াকে। দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়েছেন তিনি। সেই যাত্রায় রীতিমতো ‘মূল্য’ চোকাতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তানকে। তাঁর অভিযোগ, ক্রিকেটাররা তাঁকে নগ্ন ছবি পাঠাতেন। কখনও ক্রিকেটারদের থেকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাবও পেয়েছেন। একটি সাক্ষাৎকারে অনয়া জানিয়েছিলেন, বাবা যেহেতু বিখ্যাত, তাই কিছুটা গোপনীয়তা বজায় রেখে চলতে হত তাঁকে।

লিঙ্গ পরিবর্তনের জেরে ক্রিকেট থেকে কার্যত নির্বাসিত অনয়া। সূত্রের খবর, এবার বিগ বসে দেখা যাবে তাঁকে। আগামী ২৪ আগস্ট থেকে বিগ বস শুরু হতে চলেছে। সোশাল মিডিয়ার পরিচিত মুখ হিসাবেই অনায়াকে প্রতিযোগিতায় চাইছেন বিগ বস নির্মাতারা। অন্য প্রতিযোগীদের থেকে অনায়া অনেকটাই আলাদা, ফলে বিগ বস অন্য মাত্রা পাবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, কর্মসূত্রে ইংল্যান্ডে থাকেন অনয়া। বাবার মতোই অনয়াও ক্রিকেটার হতে চেয়েছিলেন। স্থানীয় ক্লাব ক্রিকেটে ইসলাম জিমখানায় খেলেছেন। পাশাপাশি বাঁ-হাতি এই ব্যাটার লেস্টারশায়ারের হিঙ্কলি ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন। ২০২৩ সালের নভেম্বরে আইসিসি জানায়, ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের মহিলা ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। তাই আপাতত মহিলা দলে তিনি খেলতে পারবেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ