সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হল রাসেল অধ্যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে ওয়েস্ট ইন্ডিজের জার্সি তুলে রাখলেন আন্দ্রে রাসেল। আর শেষ ম্যাচেও মাসল রাসেলের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। পেলেন গার্ড অফ অনারও। কিন্তু ছক্কার ধামাকাতেও হার সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন রাসেল।
৩৭ বছর বয়সি তারকা অলরাউন্ডার আগেই জানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ঘরের মাঠ সাবাইনা পার্কেই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবার খেললেন রাসেল। হাঁকালেন চার ছক্কা। শেষ ম্যাচে ২৪০ স্ট্রাইক রেটে ‘সাইন অফ’ করলেন তিনি। মাত্র ১৫ বলে করেন ৩৬ রান। এর মধ্যে ডোয়ারসুইসের এক ওভারেই মারেন তিন ছক্কা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। হাফসেঞ্চুরি করেন ব্র্যান্ডন কিং। অ্যাডাম জাম্পা ৩ উইকেট পান। কিন্তু সাবাইনা পার্কে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জস ইংলিশ ৩৩ বলে ৭৮ রান করে ম্যাচের সেরা। ৩২ বলে ৫৬ রান করেন ক্যামেরন গ্রিন। ৫ ম্যাচের সিরিজে দুটি ম্যাচে হেরে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের পর রাসেল বলেন, “আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার কাছে আমি কৃতজ্ঞ। শেষ ম্যাচ ঘরের মাঠে, পরিবারের সামনে খেললাম। ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবু কেরিয়ারের শেষে আমি খুশি। আমরা নিজেদের সেরাটা দিয়েছি। আমার মনে হয়েছিল, এটাই কেরিয়ার শেষ করার সবচেয়ে ভালো সময়। বাকিদের জন্য শুভেচ্ছা জানাই।”
দেশের জার্সিতে দু’বার টি-২০ বিশ্বকাপ জিতেছেন রাসেল। ৫৬টি ওয়ানডেতে ১০৩৪ রান করেছেন। আছে ৭০টি উইকেটও। অন্যদিকে ৮৬টি টি-টোয়েন্টিতে রান ১১২২। স্ট্রাইক রেট ১৬৩.৭৯। বল হাতে তুলেছেন ৬১টি উইকেট। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্ভবত চালিয়ে যাবেন কেকেআর তারকা।
Dre Russ takes his final walk in the Maroon🌴 , honored by teammates, hailed by fans🙌🏾 and etched forever in West Indies Cricket Legend.🏏✌🏾💥 | |
— Windies Cricket (@windiescricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.