আলাপন সাহা: সামনেই সিএবি নির্বাচন। তিনি প্রেসিডেন্ট পদে যে দাঁড়াবেন, সেটা আগেই পরিষ্কার করে দিয়েছেন। দিনভর নির্বাচনীর কাজের ব্যস্ততা। তবে তার মাঝেই তিন দিনের জন্য ঝটিকা দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়েছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসাবে দায়িত্ব সামলেছেন। মেন্টর হয়েছেন। এবার কোচের ভূমিকায় সৌরভ।
গত কয়েক বছরে প্রিটোরিয়া ক্যাপিটালসের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। যার ফলে এবার টিমের খোলনলচে বদলে ফেলা হয়। কোচ বদল হয়। ফ্র্যাঞ্চাইজির তরফে সৌরভকে অনুরোধ করা হয়, তিনি যেন টিমের দায়িত্ব দেন। সৌরভ বলছিলেন, “কোচিংয়ের ব্যাপারটা সবসময় আমার ভালো লাগে। আমি উপভোগ করি। তাছাড়া পার্থের (জিন্দাল, প্রিটোয়রিয়া ক্যাপিটালসের কর্ণধার) সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তাই রাজি হয়ে যাই। প্রথম যেভাবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলাম, সেবার প্লে-অফ খেলেছিলাম। অনেক বছর পর দিল্লি আবার প্লে-অফে খেলেছিল। ডব্লুপিএলে টিমের সঙ্গে ছিলাম। আমরা ফাইনাল খেলেছি। এবার আমাদের টিমের কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ। কারণ গত কয়েক বছর টিমটা একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি।”
প্রিটোরিয়ার এই টিমের প্রায় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ নতুন করে টিম তৈরি করা হবে। আইপিএলে যেমন মেগা নিলাম হয়, এসএ২০ লিগেও এবার মেগা নিলাম। আন্দ্রে রাসেলকে টিমে নেওয়া হয়েছে। সঙ্গে রেখে দেওয়া হয়েছে শুধু উইল জ্যাকসকে। গতবার প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ৪২ বলে ১০১ রানের বিধ্বংসী খেলেছিলেন জ্যাকস। সৌরভ বলছিলেন, “এবারের নিলামটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টিমটাই সামনের তিন বছর খেলবে। সেই অনুযায়ী টিম তৈরি করতে হবে। রাসেলকে নিয়েছি। গতবারের প্লেয়ারদের মধ্যে থেকে শুধুই জ্যাকসকে রাখা হচ্ছে। বাকি সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। এবার পুরো নতুন করে টিম তৈরি করতে হবে আমাদের।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.