Advertisement
Advertisement
Rohit Sharma and Virat Kohli

২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? দুই প্রাক্তন কোচ কুম্বলে-শাস্ত্রীর কথায় অশনি সংকেত

অস্ট্রেলিয়া সফরেই কি আসল 'পরীক্ষা' রো-কো'র?

Anil Kumble and Ravi Shashtri opens up on Rohit Sharma and Virat Kohli's 2027 ODI world Cup future

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:October 13, 2025 3:29 pm
  • Updated:October 13, 2025 3:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা ও বিরাট কোহলি কি ২০২৭-র বিশ্বকাপে খেলবেন? দুজনেই এখন আর টি-টোয়েন্টি ও টেস্টে খেলেন না। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য যে ওয়ানডে দল ঘোষণা হয়েছে, সেখানে দুই মহাতারকাই আছেন। তবে রোহিত শর্মা আর এখন অধিনায়ক হন। মনে করা হচ্ছে ২০২৭-র বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো হচ্ছে। সেখানে নেতৃত্ব দেবেন শুভমান গিল। ফলে রোহিত-বিরাট আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন কি না, সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় দুই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ও অনিল কুম্বলে।

Advertisement

বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলি ৩৮। ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন উঠবেই। বলা যায়, আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুজন কীরকম খেলেন, সেদিকে সবার নজর থাকবে। যা নিয়ে রবি শাস্ত্রী বলছেন, “দলে অভিজ্ঞতা আনবে ওরা। সেই কারণে ওদের দলে রাখা হয়েছে। বাকিটা ওদের ফিটনেস ও ভালো খেলার খিদের উপর নির্ভর করবে। আমার মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের পরই দুজনে বুঝে যাবে ওরা কী অবস্থায় আছে। বাকিটা ওদের নিজের সিদ্ধান্ত।” অর্থাৎ, রোহিত-বিরাটের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে এখনই আশাবাদী হতে পারছেন না শাস্ত্রী।

একই রকম মত অনিল কুম্বলেরও। তিনি বলছেন, “ওরা মাঠে নামলে আমাদের উদযাপন করা উচিত। বছরের পর বছর দুজনে ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। রোহিত-বিরাটও নিশ্চয়ই ২০২৭ বিশ্বকাপের কথা ভাবছে। কিন্তু সেটা এখনও দেরি আছে। সামনে অনেক ম্যাচ আছে। যেহেতু রোহিতের কাঁধে নেতৃত্বের চাপ নেই, তাই খোলা মনে খেলতে পারবে। শুধু মাঠে গিয়ে ব্যাটিংটা উপভোগ করতে হবে ওদের। আমার মনে হয় না, ওদের এখনই ২০২৭-র বিশ্বকাপ নিয়ে মাথা ঘামানো উচিত।” ফলে স্পষ্ট করে কুম্বলেও বললেন না দুই মহাতারকাকে বিশ্বকাপের দলে রাখা উচিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ