Advertisement
Advertisement
Virat Kohli

কেন এভাবে বিদায় বিরাট-রোহিতের? বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন কুম্বলের

মাত্র পাঁচদিনের ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট।

Anil Kumble raises questions to BCCI on Virat Kohli test retirement
Published by: Anwesha Adhikary
  • Posted:May 13, 2025 6:15 pm
  • Updated:May 13, 2025 7:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচদিনের ব্যবধানে কেন টেস্ট থেকে অবসর নিলেন বর্তমান প্রজন্মের দুই সেরা তারকা? বিসিসিআইয়ের দিকে এই প্রশ্ন ছুড়ে দিলেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। তাঁর আরও প্রশ্ন, বিরাট ফ্যানবেস থাকা দুই ক্রিকেটারের জন্য কেন বিদায়ী ম্যাচের আয়োজন করল না বোর্ড? কেন শেষবারের মতো মাঠে নেমে টেস্টকে বিদায় জানানোর সুযোগ পেলেন না বিরাট কোহলি এবং রোহিত শর্মা?

Advertisement

একটি পোর্টালে কুম্বলে বলেন, “কয়েকদিন আগে রোহিত শর্মা এবং এখন বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিল। আমার মনে হয় মাঠে খেলে বিদায় ঘোষণার সুযোগটুকু ওদের প্রাপ্য ছিল। এটা সোশাল মিডিয়ার যুগ। ভক্তরা চান তাঁদের প্রিয় ক্রিকেটারের বিদায়ের মুহূর্তের সাক্ষী থাকতে। স্টেডিয়ামে গর্জন করে প্রিয় ক্রিকেটারদের বিদায় জানাতে চান। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তারা এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করবেন।” তবে কুম্বলের এই প্রস্তাব কার্যকর করা প্রায় অসম্ভব। কারণ অবসর নিয়ে ফেলা ক্রিকেটারদেরকে ম্যাচে খেলানোর উপায় নেই।

উল্লেখ্য, ৭ মে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ফের দুঃসংবাদ ভারতের ক্রিকেট ভক্তদের জন্য। সোমবার সকালে আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। যদিও জানা যাচ্ছে, রোহিতের সঙ্গেই অবসর নিতে চেয়েছিলেন কোহলি। কিন্তু অপারেশন সিঁদুরের জন্যই সেদিন সেটা হয়নি।

পহেলগাঁও জঙ্গিহানার পালটা হিসেবে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। সেটা ঘটেছিল ৭ মে। সেদিন সন্ধ্যায় ইনস্টাগ্রামে ছোট্ট একটি বার্তা দিয়ে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। শোনা যায়, ইংল্যান্ড সফরে বাদ পড়ার সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেন হিটম্যান। সেদিনই টেস্ট থেকে অবসর নেওয়ার ভাবনা ছিল বিরাটেরও। সূত্রের খবর, বোর্ডের তরফেই নাকি বিরাটকে বলা হয়েছিল তিনি যেন অবসরের সিদ্ধান্ত ঘোষণা না করেন। সেকারণেই পাঁচদিন পরে সাদা জার্সিকে বিদায় জানালেন কোহলি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ