ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে। সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগে আদালতের রক্ষাকবচ পেয়েছেন তিনি। তারপরেই দয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক অভিযোগকারিণী। তাঁর কথায়, ক্রিকেটে কেরিয়ার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করেছেন তারকা পেসার।
চলতি মাসেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ২৭ বছর বয়সি এক মহিলা যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দয়ালের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। এমনকী আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে। সবটাই করা হয়েচ্ছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ-নিষ্পত্তি বিভাগে অভিযোগ জানিয়েছিলেন গাজিয়াবাদের ওই তরুণী। পরে অবশ্য এই অভিযোগে দয়ালে গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট।
আদালতের রক্ষাকবচ পাওয়ার দিনকয়েক পরেই নতুন করে বিপাকে পড়লেন দয়াল। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল জয়পুরে। এফআইআরে অভিযোগকারিণী জানিয়েছেন, যখন তাঁর বয়স তখন থেকে লাগাতার তাঁকে ধর্ষণ করেছেন তারকা ক্রিকেটার। জয়পুরে আইপিএল ম্যাচের সময় দয়ালের সঙ্গে তাঁর দেখা হয়। ক্রিকেট কেরিয়ার তৈরির টিপস দেওয়ার নাম করে তাঁকে হোটেলেও ডাকেন যশ। ওই হোটেলেই প্রথমবার তাঁকে ধর্ষণ করেন আরসিবি পেসার। সেই সময়ে অভিযোগকারিণীর বয়স ছিল ১৭ বছর। তারপর দু’বছর ধরে লাগাতার তাঁকে ধর্ষণ করেছেন যশ, এমনটাই জানিয়েছেন অভিযোগকারিণী।
যেহেতু ধর্ষণের সময়ে অভিযোগাকারিণী নাবালিকা ছিলেন, তাই আরসিবি পেসারের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, আগের অভিযোগের ভিত্তিতে যদি দয়াল দোষী সাব্যস্ত হন তাহলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে আরসিবি পেসারের। তবে পকসো আইনে সাজা আরও বেশি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.