Advertisement
Advertisement
Arjun Tendulkar

বাইশ গজে মুখোমুখি শচীনপুত্র-রাহুলপুত্র, অর্জুন বনাম সমিতের লড়াইয়ে জিতলেন কে?

কামব্যাকের লড়াই চলছে শচীনপুত্রের।

Arjun Tendulkar dismisses Samit Dravid in local tournament
Published by: Arpan Das
  • Posted:September 22, 2025 7:38 pm
  • Updated:September 23, 2025 4:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় দু’জন দেশের জার্সিতে মঞ্চ মাতাতেন। ভারতকে বহু সাফল্য এনে দিয়েছেন শচীন তেণ্ডুলকর ও রাহুল দ্রাবিড়। দুই কিংবদন্তি বহুদিন হল অবসরের গ্রহে। কিন্তু পরের প্রজন্ম তৈরি। তবে সতীর্থ হিসেবে নয়, প্রতিপক্ষ হিসেবে। অর্জুন বনাম সমিতের লড়াইয়ে জিতলেন কে?

Advertisement

কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত কে থিম্মাপাইয়া মেমোরিয়াল টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিলেন দুই তারকার পুত্র। সেখানে অবশ্য সাফল্য পেলেন শচীনের ছেলে অর্জুন। শুরুটা খারাপ করেননি রাহুলের ছেলে সমিত দ্রাবিড়। দুটি বাউন্ডারিও হাঁকান। কিন্তু তারপর আর খুব বেশি সাফল্য পাননি। অর্জুনের বলে মাত্র ৯ রানে আউট হন ১৯ বছর বয়সি সমিত। ক্যাচ ধরেন কাশাব বাকলে।

এই টুর্নামেন্টে কর্নাটকের সেরা প্রতিভারা খেলছেন। যাঁর মধ্যে আছেন করুণ নায়ার ও প্রসিদ্ধ কৃষ্ণরা। দুজনেই ইংল্যান্ড সফরকারী টেস্ট দলে ছিলেন। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরশুমকে মাথায় রেখে এই টুর্নামেন্টে খেলছেন অনেকে। যাতে রনজি ট্রফির আগে ফিটনেস বা ফর্ম সম্বন্ধে ধারণা পাওয়া যায়।

অর্জুনের লড়াইটা অবশ্য শুধু ফর্ম বা ফিটনেসের নয়। শচীনপুত্রের লড়াইটা কামব্যাকের। মুম্বইয়ের হয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি খেলেন গোয়ার হয়ে। মাসখানেক আগে আচমকাই বাগদান সারেন অর্জুন। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান করেছেন শচীনপুত্র। এই টুর্নামেন্টে এর আগেও ধারাবাহিক পারফর্ম করেছেন। সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাটে-বলে সাফল্য পাচ্ছেন। অন্যদিকে রাহুলপুত্র সমিত ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। যদিও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ