Advertisement
Advertisement
Arjun Tendulkar

বাগদান সারতেই অশান্তির শিকার অর্জুন! আইনি যুদ্ধে শচীনপুত্রের ভাবী শ্বশুর-দাদাশ্বশুর

অর্জুনের ভাবী শ্বশুর গৌরবের বিরুদ্ধে জারি হয়েছে জালিয়াতির মামলা।

Arjun Tendulkar's future in-laws and grandparents in legal battle
Published by: Prasenjit Dutta
  • Posted:August 21, 2025 8:00 pm
  • Updated:August 21, 2025 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগে চুপিসারে বাগদান সেরে ফেলেছেন অর্জুন তেণ্ডুলকর। তারপর থেকেই জোর চর্চা চলছে শচীন তেণ্ডুলকরের হবু পুত্রবধূ সানিয়া চন্দোকে নিয়ে। কিন্তু এবার অন্য চর্চা। বিয়ের আগেই অর্জুনের শ্বশুরবাড়িতে ‘গৃহযুদ্ধ’! অর্জুনের ভাবী শ্বশুর গৌরবের বিরুদ্ধে জারি হয়েছে জালিয়াতির মামলা। সেই মামলা দায়ের করেছেন মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাই। সানিয়া সম্পর্কে এই রবি ঘাইয়ের নাতনি। অর্থাৎ, নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেছেন অর্জুনের ভাবী শ্বশুর।

Advertisement

হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। বিদেশে পড়াশোনার পর দেশে ফিরে পারিবারিক ব্যবসার হাল ধরেন রবি। তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে কোয়ালিটি আইসক্রিম। এছাড়াও বিখ্যাত আইসক্রিম কোম্পানি বাস্কিন রবিনসকে সার্ক দেশগুলিতে আনার নেপথ্যেও রবির হাত রয়েছে। বর্তমানে গ্র্যাভিস গ্রুপের হসপিটালিটি বিভাগের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে রয়েছেন অর্জুনের হবু দাদাশ্বশুর। যদিও এ কথাও জানা গিয়েছে, সানিয়ার বাবা গৌরবের সঙ্গে রবির সম্পর্ক ভালো নয়।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, রবি অভিযোগ করেছে, তাঁর ছেলে গৌরব গনি জালিয়াতি করে কোনও রকম সম্মতি ছাড়াই কোম্পানির নিয়ন্ত্রণ নিয়েছেন। এমনকী তাঁর যখন ক্যানসারের চিকিৎসা চলছিল, তখন ব্যবসার দেখভাল করছিলেন গৌরব। সেই সময়েই জালিয়াতি করে নিজের নামে করে নেন ব্যবসা। জানা গিয়েছে, এই ব্যাপারে মুম্বই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন রবি। সেই অভিযোগ সত্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সানিয়া পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত না হলেও অন্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর নামে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। পোষ্যদের গ্রুমিংয়ে জন্য মুম্বইয়ে এই ব্র্যান্ড খুবই বিখ্যাত। তবে সানিয়া ঘাই পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত কিনা তা জানা যায়নি। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন তিনি। তবে সোশাল মিডিয়ায় মাঝে মাঝে তাঁকে দেখা গিয়েছে শচীনকন্যা সারার সঙ্গে। তবে, আপাতত বিয়ের আগেই অর্জুনের শ্বশুরকুলে ঝামেলা নিয়ে চর্চা নেটপাড়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement