সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্কা শর্মার ‘ছায়াসঙ্গী’। গ্যালারিতে পাশাপাশি বসে গলা ফাটাতেন যে তরুণী, তাঁরই স্বামীর উপর ১১ ক্রিকেটপ্রেমীর মৃত্যুর দায় বর্তাচ্ছে! শুক্রবার সকালে আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালে গ্রেপ্তার হয়েছেন। তারপর থেকেই প্রকাশ্যে এসেছে বিরাট-অনুষ্কার সঙ্গে নিখিল ও তাঁর স্ত্রীর ঘনিষ্ঠতার একাধিক ছবি। নেটদুনিয়ায় হুহু করে ভাইরাল হচ্ছে সোসালে দম্পতির সঙ্গে অনুষ্কার ছবি।
আরসিবির বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি, সম্প্রচারকারী সংস্থা এবং কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, আরসিবির মার্কেটিং অ্যান্ড রেভেনিউ হেড নিখিল শুক্রবার মুম্বইয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথেই শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেরা করা হচ্ছে আরসিবি কর্তা নিখিলকে।
আরসিবি কর্তার গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের স্ক্যানারে উঠে এসেছে বিরাট কোহলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার একাধিক ছবি। কোনওটায় দেখা যাচ্ছে, আরসিবির গোটা টিমের সঙ্গে পার্টিতে মজে নিখিল। সেখানে বিরাট ছাড়াও রয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস, প্রাক্তন তারকা গ্লেন ম্যাক্সওয়েলরা। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিরাটের সঙ্গে দেখা গিয়েছে নিখিল এবং তাঁর স্ত্রীকে।
Any idea bhai? Who is she?
— KaustubhP (@causticcos)
তবে নিখিলের চেয়েও বেশি করে আরসিবি তারকাদের সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্ত্রী মালবিকাকে। একাধিকবার রংমিলান্তি পোশাকে অনুষ্কার সঙ্গে খেলা দেখতে গিয়েছেন তিনি। এবি ডি’ভিলিয়ার্স, কে এল রাহুলদের মতো আরসিবি তারকাদের সঙ্গে চুটিয়ে পার্টিও করেছেন তিনি। পুরনো সেই ছবিগুলি আবার ফিরে এসেছে নেটদুনিয়ায়।
with , , @klrahul11 & while in Bangalore last year ♥️
— Head Start Nursery (@NurseryCenter)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.