Advertisement
Advertisement
Arshdeep Singh

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং ছোঁয়ার দিনই বাদ অর্শদীপ, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিতর্ক

ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

Arshdeep Singh dropped on the day he reached his career-best ranking, team management's decision is controversial

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 10, 2025 9:18 pm
  • Updated:September 10, 2025 9:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে ১০০ উইকেট থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন। ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ২৫ বছর বয়সি এই বাঁ-হাতি পেসার বুধবারই আইসিসি’র ক্রমতালিকায় দশম স্থানে উঠে এসেছেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে দল থেকে বাদ পড়লেন অর্শদীপ সিং। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্তে ফুঁসছেন বিশেষজ্ঞরা।

Advertisement

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই টস জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তারপরেই জানা যায়, দলে নেই পাঞ্জাবতনয়। সেই কারণে জশপ্রীত বুমরাহর সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে।

শুরুতেই উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন অর্শদীপ। আর টি-টোয়েন্টি ফরম্যাটে তো তাঁর জুড়ি মেলা ভার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৯৯টি উইকেটও রয়েছে তাঁর। অনেকেরই প্রশ্ন, টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারীকে বাদ দেওয়া হল কেন? তাঁরা বলছেন, অর্শদীপের প্রতি মোটেই সুবিচার করা হয়নি। 

আমিরশাহীর বিরুদ্ধে দ্বিতীয় পেসার হিসাবে নামা হার্দিক পাণ্ডিয়া কিন্তু প্রথম ওভারেই ১০ রান দেন। এরপর তাঁকে বোলিং থেকে সরিয়ে দেন সূর্যকুমার যাদব। তাই প্রশ্ন উঠছে। অর্শদীপকে সরিয়ে কি খুব একটা লাভের লাভ কিছু হল? প্রশ্ন উঠছে, ইংল্যান্ড সফরে তাঁকে স্কোয়াডে রাখা হলেও প্রথম একাদশে রাখা হয়নি। এশিয়া কাপেও কি তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ