ছবি পিটিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে ছিলেন অর্শদীপ সিং। যদিও কোনও টেস্টেই সুযোগ পাননি এই বাঁ-হাতি পেসার। এ ব্যাপারে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর ছোটবেলার কোচ গগনদীপ সিং। এর জন্য তিনি দায়ী করেছেন গম্ভীর, গিলকে। জানিয়েছেন, অর্শদীপের উপর আস্থা রাখেননি তাঁরা। সেই কারণেই ইংল্যান্ডে কোনও টেস্টে সুযোগ পাননি তাঁর ছাত্র।
বাঁ-হাতি এই পেসার ২১টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৬টি উইকেট নিয়েছেন। চতুর্থ ম্যাচে অর্শদীপের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। অনুশীলনে চোট পাওয়ায় দুর্ভাগ্যবশত সেই টেস্টেও খেলা হয়নি তাঁর। হতাশা গোপন না করে তিনি বলেন, “ও যখন ইংল্যান্ডে ছিল, তখনই কথা হয়েছিল। সুযোগ না পেয়ে খুবই অধৈর্য হয়ে পড়েছিল। ওকে বেশ অস্থিরও মনে হয়েছিল। বলেছিলাম, ‘তোমাকে তোমার সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে’। কিন্তু আমার মনে হয়, ইংল্যান্ডে ওকে খেলানো যেত। কারণ ও সুইং বোলার। উচ্চতাও বেশ ভালো। যদিও এখানে বসে আমার পক্ষে দলের পরিকল্পনা নিয়ে বলা সম্ভব নয়। হয়তো কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল ওর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল না।”
গগনদীপের সংযোজন, “২০২২ সালে ওর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেবল সাদা বলের ক্রিকেটই খেলেছে। আফসোস একটাই, এত দিনেও টেস্ট খেলতে পারল না। বেশ কয়েক মাস ওকে দেখিনি। দেখা হলে ওকে ভালো করে মূল্যায়ন করতে পারব। সাম্প্রতিক ম্যাচগুলি দেখে এটুকু বুঝতে পারছি, ওকে লাইন লেংথ, ইয়র্কার, বিশেষ করে বাউন্সার নিয়ে আরও বেশি খাটতে হবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এই দু’টো বল ভীষণ কার্যকর।”
এশিয়া কাপে ভারতীয় দলে রয়েছেন অর্শদীপ। ২৬ বছর বয়সি এই বোলার অভিষেকের পর থেকে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়ার অন্যতম সফল বোলার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। ৬৩ ইনিংসে ৯৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। গড় ১৮.৩০। সেরা বোলিং ৪/৯।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.