Advertisement
Advertisement
Asha Bhonsle

প্রেম জল্পনায় জল, সিরাজের হাতে রাখি বাঁধলেন আশা ভোঁসলের নাতনি

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সিরাজ এবং জনাই প্রেম করছেন।

Asha Bhonsle's granddaughter Zanai makes Mohammed Siraj her Rakhi brother amid dating rumours
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2025 9:51 am
  • Updated:August 10, 2025 9:51 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম করছেন মহম্মদ সিরাজ? বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল সোশাল মিডিয়ায়। সেই গুঞ্জনে যে কোনও সারবত্তা নেই আরও একবার প্রমাণিত হল রাখিবন্ধনের দিন। ‘দাদা’ সিরাজের হাতে রাখি বেঁধে দিলেন ‘বোন’ জনাই ভোঁসলে।

Advertisement

শনিবার রাখিবন্ধনে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে জনাইয়ের কাছ থেকে রাখি পরার ছবি পোস্ট করেছেন মহম্মদ সিরাজ। ভিডিও পোস্ট করেছেন জনাই নিজেও। অরিজিৎ সিংয়ের একটি গানকে আবহে রেখে ভারতীয় ক্রিকেটারকে রাখি পরানোর ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ভিডিও-তে আবার ‘লাইক’ করেছেন ঋষভ পন্থ।

আসলে কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আশা ভোঁসলের নাতনি জনাই এবং সিরাজ প্রেম করছেন। দু’জনের একটি ছবি ঘিরে সেই জল্পনা দানা বাঁধে। পরিচালক সন্দীপ সিংয়ের ‘দ্য প্রাইড অফ ভারত- ছত্রপতি শিবাজি মহারাজ’ ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন আশা ভোঁসলের নাতনি। চলতি বছরেই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন সিরাজ। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই নেটপাড়ার চর্চায় আসে সিরাজের সঙ্গে জানাইয়ের রসায়ন।

আসলে ক্রীড়াদুনিয়ার সঙ্গে রুপোলি পর্দার তারকাদের প্রেমকাহন নতুন নয়। বাইশ গজের সঙ্গে বিনোদনজগতের তারকাদের মধুর দাম্পত্যের প্রকৃত উদাহরণের তালিকায় শর্মিলা-মনসুর আলি খান পতৌদির প্রেম, বিরাট-অনুষ্কা থেকে শুরু করে হরভজন-গীতা বসরা, কেএল রাহুল-আথিয়া শেট্টি-সহ আরও অনেকেই রয়েছেন। কিন্তু সিরাজ-জনাই যে সেই তালিকায় নেই সেটা তাঁরা আগেও দাবি করেছেন। অতীতে দুজনেই জানান তাঁরা ভাইবোনের মতো। রাখিবন্ধন উৎসবে সেটা আরও স্পষ্ট হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ